ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে মুসলিম জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা নিহত

প্রকাশিত: ০৭:৪২, ১১ এপ্রিল ২০১৬

ফিলিপিন্সে মুসলিম জঙ্গীদের সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা নিহত

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ বাসিলানে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত আবু সায়েফ জঙ্গীদের সঙ্গে সেনাদের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর ফিলেমোন তান এসব কথা জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। তান জানান, বাসিলানে আবু সায়েফের একটি ঘাঁটিতে আক্রমণ করে সামরিক বাহিনী। ইসনিলোন হাপিলোনের নেতৃত্বাধীন ঘাঁটিটিতে প্রায় ১২০ জন বিদ্রোহী ছিল। দুপক্ষের মধ্যে ১০ ঘণ্টার লড়াইয়ে ১৮ সেনা নিহত ও ৫৩ জন আহত হন। পাশাপাশি পাঁচ জঙ্গী নিহত হওয়ার কথাও জানান তিনি। শনিবারের এ লড়াইয়ে নিহত জঙ্গীদের মধ্যে হাপিলোনের পুত্র উবাইদা এবং মরক্কোর নাগরিক মোহাম্মদ খাত্তাব রয়েছেন। এছাড়া লড়াইয়ে ২০ জঙ্গী আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
×