ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পদ ছাড়লেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলি শাখার প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৭:৪২, ১১ এপ্রিল ২০১৬

পদ ছাড়লেন ট্রান্সপারেন্সি  ইন্টারন্যাশনাল চিলি শাখার প্রেসিডেন্ট

পানামা পেপার্সের ফাঁস হওয়া নথিতে অন্তত পাঁচটি বিদেশী কোম্পানির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে তথ্য বের হওয়ার পর পদত্যাগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলির প্রেসিডেন্ট গনজালো ডিলাভো। তার পদত্যাগপত্র জার্মানভিত্তিক দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থাটির পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে। খবর ইয়াহু নিউজের। মোওস্যাক ফনসেকা নামে পানামার আইনী পরামর্শক প্রতিষ্ঠান থেকে এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হয়েছে, যাতে বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানসহ বিশ্বের ধনী ও ক্ষমতাধররা কিভাবে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন সেই তথ্য বেরিয়ে আসছে। ডেলাভো অবৈধ কর্মকা-ে অভিযুক্ত না হলেও এই ফাঁসের মধ্য দিয়ে বিশ্বজুড়ে ব্যবসায় ও রাজনৈতিক দুর্নীতি নজরদারি এবং নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানভিত্তিক এই সংস্থাটির পদে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। জার্মান সংবাদপত্র সুইডয়চে সাইটং এসব তথ্য হাতে পেয়ে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) সঙ্গে বিনিময় করেছে। চিলির সংগঠন সাইপারও পানামা পেপার্সের ওইসব নথি পর্যালোচনার সুযোগ পেয়েছে। সাইপারের তথ্য অনুযায়ী, বাহামাভিত্তিক পাঁচটি কোম্পানির সঙ্গে আইনজীবী হিসেবে যুক্ত চিলির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রধান ডেলাভো। সেগুলো হচ্ছে- টার্নব্রুক কর্পোরেশন, হেলহি ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন, টার্নব্রুক মাইনিং লিমিটেড ও ভিজাচিতাস লিমিটেড। এর মধ্যে টার্নব্রুক মাইনিংয়ের পরিচালক হিসেবে ছিলেন ডেলাভো। কানাডার এক্সপ্লোরেশন ও ডেভেলপমেন্ট কোম্পানি লস এ্যান্ডেস কপারের ৫১ দশমিক ৬ শতাংশ শেয়ারের মালিক ওই টার্নব্রুক মাইনিং। এিসব কোম্পানির মাধ্যমে অর্থপাচার করে ডেলাভো সম্পদের পাহাড় গড়েছেন এবং ট্যাক্স ফাঁকি দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে সাইপারের কাছে তিনি দাবি করেছেন, তিনি কোন অবৈধ পন্থায় সম্পদ অর্জন করেননি। কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর এক টুইটার বার্তায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছেন, গনজালো ডেলাভো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চিলির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন যা পরিচালনা পর্ষদ গ্রহণ করেছে। পদত্যাগের পর এডিএন রেডিওকে ডেলাভো বলেন, মোস্যাক ফনসেকার এই অন্ধকার দিক প্রকাশে আমি খুবই বিস্মিত। কিন্তু আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের খ্যাতি নষ্ট করতে চাই না। সোমবার পানামার আইনী প্রতিষ্ঠান মোসাক ফনসেকার অন্তত ১ কোটি ১৫ লাখ নথি ফাঁস হয়। এতে বিশ্বের ২০০টি দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব, ৭২ জন সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, কয়েকশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রেটি ও ক্রীড়া ব্যক্তিত্বের গোপন সম্পদ অর্জনের তথ্য প্রকাশিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান জোসে উগাজ এক বিবৃতিতে বলেন, এ ঘটনায় সংস্থাটি বিড়ম্বনায় পড়েছে। তবে আমরা চিলির সরকারকে দুর্নীতিবিরোধী লড়াইয়ে সমর্থন দিয়েছি ও স্বচ্ছতা জবাবদিহিতার তাগিদ দিয়েছি।
×