ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি- ইন-সির সাক্ষাত

প্রকাশিত: ০৭:৩৬, ১১ এপ্রিল ২০১৬

সেনাপ্রধানের সঙ্গে ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি- ইন-সির সাক্ষাত

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল প্রাভিন বকশির নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রবিবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এর আগে, ভারতীয় ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলটি নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়াও, প্রতিনিধি দলটি আজ সোমবার বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। উল্লেখ্য, ভারতীয় প্রতিনিধি দলটি ৯ এপ্রিল বাংলাদেশে আগমন করেন। -আইএসপিআর
×