ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিবাদ

প্রকাশিত: ০৭:৩৬, ১১ এপ্রিল ২০১৬

প্রতিবাদ

৭ এপ্রিল জনকণ্ঠ পত্রিকায় ‘মসজিদকে সাংগঠনিক কাজে ব্যবহার করছে জামায়াতীরা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা হাউজিং জামে মসজিদ ও শ্যামলী শাহী মসজিদ কর্তৃপক্ষ। ঢাকা হাউজিং জামে মসজিদ কমিটির ১০ সদস্যের স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, তাদের মসজিদ সম্পর্কে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ মসজিদ কমিটিতে কোন জঙ্গী নেই। সম্পূর্ণ অরাজনৈতিক পরিচালনা কমিটি এখানে কার্যকর। এদিকে সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে শ্যামলী শাহী মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের সভাপতি আলহাজ এম এ তাহের স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, এ মসজিদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এমনকি অধিকাংশ মুসল্লি মসজিদভিত্তিক কোন রাজনীতি, কোন জোট, ধর্ম অথবা রাষ্ট্রকে উস্কানি দেয় এমন কর্মকা-ে বিশ্বাস করেনা। সভাপতি আরও বলেছেন, কমিটির সম্পাদক আলহাজ মোঃ শাহ আলম ও কোষাধ্যক্ষ আলহাজ মোঃ আব্দুল করিমকে জামায়াত সমর্থক বলা হয়েছে প্রতিবেদনে। তবে এ তথ্য সত্য নয়। ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ দুই ব্যক্তি এর কাজের সঙ্গে জড়িত। এ মসজিদটি সুন্নিয়ত কায়েম করার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সব মহলের কাছে স্বীকৃত। জামায়াত বিরোধী সুন্নী মতাদর্শভিত্তিক পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) মাহফিল এখানে ২০০১ সাল থেকে প্রতিবছর হয়ে আসছে।
×