ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পান্থ আফজাল

বাঙালিয়ানায় বৈশাখী সাজে গহনা

প্রকাশিত: ০৭:০৫, ১১ এপ্রিল ২০১৬

বাঙালিয়ানায় বৈশাখী সাজে গহনা

বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বৈশাখ মানেই অন্যরকম আনন্দ, বৈশাখ মানেই একটু ভিন্নভাবে সাজা। নানা স্বাদের বাঙালী খাবারের সঙ্গে সুতি শাড়ি আর বাহারি গয়নায় সাজ না হলে পহেলা বৈশাখের আবহাওয়ায় যেন মানাতে চাই না। গোটা বাঙালী জাতির প্রাণের এ উৎবসকে ঘিরে বেশ আগে থেকে শুরু হয় নানা প্রস্তুতি। বৈশাখী উৎসবে সাজ-সজ্জার আগ্রহকে প্রাধান্য দিয়ে সেই আদিকাল থেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে চিরন্তনি সাজে সেজে উঠতে নারী মনের সবচেয়ে বড় আবেদন হচ্ছে গহনা। তবে বছরের অন্য সময়ের সাজের সঙ্গে পহেলা বৈশাখের সাজের অনেকটাই প্রার্থক্য রয়েছে। কাবণ বাংলা নববর্ষকে সাদরে বরণ করে নিতে সাজ-পোশাক আর গহনাতে থাকবে বাঙালিয়ানা ঐতিহ্য। গহনা ছাড়া নারীর সাজ সম্পূর্ণ হয় না। তাই বলে সব সময় তো আর সোনা-রূপার মতো দামি গহনা পরা যায় না। বরং তরুণীরা বিকল্প গহনাতেই সাবলীল। বৈশাখের চিরায়ত সাজে মাটির গহনা অন্যতম অনুষঙ্গ। আজকের তরুণীদের সাজাতে বাজারে আরও হাজির হয়েছে মেটালের মালা, বড় লকেট, কাঠ, বাঁশ, বেতসহ নানা রকম গয়না। শাড়ির পাশাপাশি নানা রকম টপস, থ্রি-পিসের সঙ্গে এসব গয়না মিলিয়ে পরা যায়। বৈশাখ উপলক্ষে জুয়েলারি শপে মাটি, মেটাল, কড়ি ও বিডসের নানা রকম গয়না পাওয়া যাচ্ছে। হাতের সাজে নিতে পারেন মাটির বালা, কাঁচের চুড়ি, মেটালের নানা ডিজাইনের বা পাথর বসানো চুড়ি। ছোট বড় আংটিতে হাতের আঙুলটি সাজতেও বাদ যাবে না। কোমরজুড়ে থাকতে পারে বিছা, পায়ে থাকতে পারে খাড়ু। ইদানীং বিডস ও মেটালের গয়না বেশ চলছে। এবারের বৈশাখে আপনিও বেছে নিতে পারেন এমন গয়না। কিনতে পারেন বিভিন্ন ফলের বিচির গয়না, প্লাস্টিক, কাঁচ পুঁতি আর কাঠ পুঁতির গয়না। এবারের বৈশাখে পুঁতির সঙ্গে মেটাল মিলিয়ে তৈরি করা হালকা ও ভারি নক্সাদার বাহারি গয়না পাওয়া যাচ্ছে। বৈশাখী সাজে অনায়াসে এসব গয়না মানিয়ে যাবে। নানা রকম ঝুনঝুনি, চুমকি, পুঁতি ব্যবহার করা মাটির গয়নাও আপনার সাজে ব্যবহার করতে পারেন। বৈশাখী সাজের বড় একটি অংশ জুড়ে থাকে ফুলের গয়না। ফুলেল সাজে নিজেকে অনন্য করে তুলতে বেছে নিতে পারেন রং-বেরঙের ফুলের গয়না। সাজ পোশাক যেমনই হোক না কেন একখানি নান্দনিক গহনা তুলে ধরতে পারে সবার মাঝে আপনাকে করবে আলাদা। এক কিংবা দুই লহরের লম্বা মালা শাড়ি কিংবা টপসের সঙ্গে ভীষণ মানাবে। এখন প্রয়োজন আপনার রুচি আর সাধ্যের সমন্বয় করে গয়না কেনার পালা। কোথায় পাবেন : ভিন্নধর্মী গহনার দোকান হিসেবে পরিচিত মাদুলী, পিরান, আজিজ সুপার মার্কেটের ভার্টিক্যাল ও আইডিয়ালে অন্যরকম ডিজাইনের বৈশাখের গহনা পাবেন। বিবিয়ানা, মায়াসির, অঞ্জন’স, কে-ক্রাফট, দেশালসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাওয়া যাবে বৈশাখের গহনা। এছাড়াও মৌচাক মার্কেট, গাউসিয়া, নিউমার্কেট, বসুন্ধরা সিটিসহ বিভিন্ন মার্কেট থেকেও কিনতে পারবেন বৈশাখের গহনা। এছাড়াও চলে যেতে পারেন কার্জন হল সংলগ্ন মাটির গহনার দোকানগুলোতে। দরদাম ও কেনাকাটা : আকর্ষণীয় এই গহনাগুলোর দাম খুব কম, একজোড়া কানের দুল ৫০-৮০ টাকা, মালা ৮০-১৫০ টাকা, চুড়ি ২০-২০০ টাকা। ডিজাইন ভেদে এসব গহনার দরদামের পার্থক্য হয়ে থাকে। যে কোন উৎসবের অনুষঙ্গ হিসেবে ব্রেসলেট, আংটি, কিংবা লকেটের চাহিদা যেন হু হু করে বেড়ে যায়। মডেল : অজান্তা, টুম্পা, সামিয়া ও রাফি কোরিওগ্রাফি : সেজান সজল পোশাক : অঞ্জনস ও রঙ বাংলাদেশ
×