ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে প্রাইভেটকারে গ্যাস ভর্তিকালে বিস্ফোরণ ॥ দু’জন গুরুতর আহত

প্রকাশিত: ০৬:১৩, ১১ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে প্রাইভেটকারে গ্যাস ভর্তিকালে  বিস্ফোরণ ॥ দু’জন  গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি ফিলিং স্টেশনে একটি প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন মারাত্মক আহত হয়েছেন। রবিবার বেলা দেড়টার দিকে জাকির হোসেন রোডে অবস্থিত খুলশী সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেয়ার সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, যে দু’জন আহত হয়েছেন তারা হলেন ইসমাইল হোসেন ওরফে ইউসুফ (৩২) ও বখতেয়ার উদ্দিন ওরফে সেন্টু (২৮)। তাদেরকে হলি ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় প্রাইভেটকারটির (চট্ট মেট্টো-গ-১১-৯০০৩) পেছন দিকে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেরিয়ে যায়। এতে গাড়িটি আংশিক উড়ে যায়। ফিলিং স্টেশনের কর্মচারী মোঃ সুমন জানান, আহতদের মধ্যে ইউসুফ ওই স্টেশনেরই কর্মচারী। আর সেন্টু অপর একটি গাড়ির চালক। সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বেশ দূরে ছিটকে পড়ে। এতে রাস্তার পাশের একটি ভবনের সীমানা প্রাচীর এবং উপরের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় স্টেশনে থাকা আরও একটি প্রাইভেটকারও বেশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে গাড়ি চালক সেন্টু গ্যাস নিচ্ছিলেন। আর ইউসুফ গ্যাস দিচ্ছিলেন। আকস্মিক বিস্ফোরণে দু’জনই মারাত্মক আহত হন। খুলশী থানা সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত গাড়িটিতে একটি ব্লু বুক ও একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। ব্লু বুক অনুযায়ী গাড়িটির মালিকের নাম আমিন মজিদ। আর ড্রাইভিং লাইসেন্সটি সুমন দাশ নামের এক চালকের। এদিকে বিশেষজ্ঞ বিভিন্ন সূত্রে জানানো হয়েছে, কারটিতে গ্যাস ভর্তিকালে ডাবল প্রেসার নেয়ার প্রক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। তবে অন্যান্য বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে, মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের কারণে প্রাইভেটকারটিতে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
×