ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আনসারুল্লাহর স্লিপারর সেলই নাজিমকে হত্যা করেছে

প্রকাশিত: ০৬:০০, ১১ এপ্রিল ২০১৬

আনসারুল্লাহর স্লিপারর সেলই নাজিমকে হত্যা করেছে

হাসান ইমাম সাগর ॥ নাজিম উদ্দিন সামাদ হত্যাকা-ে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে অনেকটাই নিশ্চিত তদন্তকারীরা। জঙ্গী সংগঠনটির একটি সিøপার সেল হত্যাকা-টি ঘটিয়েছে। সিøপার সেলটি সিলেটভিত্তিক হতে পারে বলে তদন্তকারীদের ধারণা। যদিও তদন্তকারীরা ওই সিøপার সেলটির সঙ্গে কারা কারা জড়িত তা নিশ্চিত হতে পারেনি। রবিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকা-ের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। হত্যাকা-ে জড়িতরা গ্রেফতার না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে শিক্ষার্থীরা। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, নাজিম পরিকল্পিত হত্যাকা-ের শিকার। গত বছর সিলেটে একইভাবে হত্যাকা-ের শিকার হওয়া মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকা-ের সঙ্গে নাজিম হত্যার মিল রয়েছে। অনন্ত হত্যাকারীদের মধ্যে এখনও কয়েকজন পলাতক রয়েছে। পলাতকরাই নাজিমকে হত্যা করেছে কিনা সে বিষয়ে গভীর অনুসন্ধান চলছে। নাজিম হত্যার বিষয়ে ধারণা পেতে অনন্ত হত্যায় গ্রেফতার হয়ে কারাগারে থাকাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি সিøপার সেল নাজিমকে হত্যা করেছে। ওই সিøপার সেলটি সিলেটভিত্তিক বলে ধারণা করা হচ্ছে। সিøপার সেলে কারা কারা রয়েছে সে সম্পর্কে কোন ধারণা পাওয়া যায়নি। তবে সিøপার সেলে অনন্ত হত্যায় জড়িত পলাতকরা থাকতে পারে। সূত্রটি আরও জানিয়েছে, জঙ্গীরা নাজিমকে হত্যা করেছে তাতে কোন সন্দেহ নেই। তবে সার্বিক প্রেক্ষাপট পর্যালোচনা করে হত্যাকা-ের পিছনে স্বাধীনতাবিরোধীদের হাত থাকার বিষয়টি স্পষ্ট। জঙ্গীদের দিয়ে নাজিমকে হত্যা করে স্বাধীনতাবিরোধীরা সুবিধা আদায়ের চেষ্টা করছে। যুদ্ধাপরাধ মামলায় জামায়াতে ইসলামীর আমির ও বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসির দ-াদেশ কার্যকরের আগ মুহূতে নাজিম হত্যার বিষয়টি বিশেষ রহস্যের জন্ম দিয়েছে। পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাতেই স্বাধীনতাবিরোধীরা জঙ্গীদের দিয়ে হত্যাকা-টি ঘটিয়েছে। এক্ষেত্রে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জঙ্গীদের ঘনিষ্ঠতার বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট। এমনকি এখনও জঙ্গী সংগঠনগুলো স্বাধীনতাবিরোধীদের ছত্রছায়ায় যে তৎপরতা চালাচ্ছে, নাজিম হত্যা সেটি প্রমাণ করে। মামলাটির তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর পুলিশের সূত্রাপুর থানার ওসি তপন চন্দ্র সাহা জনকণ্ঠকে বলেন, ঘটনার সময় নাজিমের সঙ্গে থাকা সোহেলসহ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাদের সার্বিক কর্মকা- নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তবে রবিবার পর্যন্ত হত্যাকা-ের সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। মামলাটির ছায়া তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের উপ-কমিশনার মাহবুব আলম জনকণ্ঠকে বলেন, হত্যাকা-ের সার্বিক দিক পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকা-ের সময়। স্থান। হত্যাকা-ে অংশগ্রহণকারীদের সংখ্যাসহ অনেক কিছুই। নানা দিক পর্যালোচনা করে হত্যাকা-ের সঙ্গে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে ধারণা করা হচ্ছে। জঙ্গী সংগঠনটির যে সিøপার সেলটি হত্যাকা- ঘটিয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা চলছে। তদন্তে দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। হত্যাকা-ের সঙ্গে জড়িত কেউ গ্রেফতারও হয়নি। এদিকে নাজিম হত্যায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। হত্যাকা-ে জড়িতদের মঙ্গলবারের মধ্যে গ্রেফতার করতে না পারলে বুধবার উপাচার্য ভবন ঘেরাও কর্মসূচীর ঘোষণা দিয়েছেন প্রতিবাদকারীরা। রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয় প্রতিবাদকারীদের তরফ থেকে। এর আগে নাজিম হত্যার প্রতিবাদে সকাল আটটায় বিক্ষোভ শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ভবনের ফটকের তালা ভেঙ্গে ফেলে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে। কোতোয়ালি থানার ওসি আবুল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, হত্যাকারীদের গ্রেফতারে ব্যবস্থা নিতে পুলিশের ওয়ারী জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলামকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া হত্যাকারীদের গ্রেফতারে সকল ধরনের প্রশাসনিক সহায়তা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গত ৬ এপ্রিল বুধবার রাতে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুর মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন (এলএলএম) কোর্সের বি সেকশনের ছাত্র গণজাগরণ মঞ্চের সংগঠক, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিলেট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক এবং অনলাইন এ্যাক্টিভিস্ট নাজিম উদ্দিন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
×