ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সর্বোচ্চ দরে পৌঁছেছে জ্বালানি তেল

প্রকাশিত: ০৪:০৮, ১১ এপ্রিল ২০১৬

সর্বোচ্চ দরে পৌঁছেছে জ্বালানি তেল

এ বছরের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে জ্বালানি তেলের দর। এতে ইতিবাচক প্রভাব পড়েছে গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোর পুঁজিবাজারে। এর মধ্যে দুবাইয়ের বেঞ্চমার্কই বাজারকে নেতৃত্ব দিয়েছে। গালফনিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের ডিএফএম জেনারেল সূচক এদিন স্থানীয় সময় সকালের ০.৯ শতাংশীয় পয়েন্ট বেড়ে যায়; যা গত নবেম্বর মাসের পর সবচেয়ে বেশি। কাতারের কিউই ইনডেক্স বেড়েছে তৃতীয় দিনের মতো। এই বেঞ্চমার্কে এদিন সূচক আরও ০.৬ শতাংশীয় পয়েন্ট যোগ হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট শ্রেণীর অপরিশোধিত জ্বালানি তেলের দর ৬.৪ শতাংশ বেড়ে যায়। এদিন ব্যারেলপ্রতি এ শ্রেণীর তেল বিক্রি হয় ৪১.৯৪ ডলারে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১১ মাসের মধ্য ১০ম বারের মতো ইউএস ক্রুড তেলের দর কমেছে। আর এর ইতিবাচক প্রভাব পড়েছে তেলবাজারে। -অর্থনৈতিক রিপোর্টার
×