ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমার এখন বিনিয়োগের নতুন ক্ষেত্র

প্রকাশিত: ০৪:০৫, ১১ এপ্রিল ২০১৬

মিয়ানমার এখন বিনিয়োগের  নতুন ক্ষেত্র

অর্থনৈতিক রিপোর্টার ॥ গণতন্ত্র এসেছে প্রতিবেশী দেশ মিয়ানমারে। খুলে যাচ্ছে বিদেশী বিনিয়োগের দ্বার। ব্যবসার ক্ষেত্রে এখন অনেকটাই উদার মনোভাব নীতি অবলম্বন করছে দেশটি। প্রতিবেশী এই দেশটি হতে পারে বাংলাদেশী বিনিয়োগকারীদের ব্যবসার একটি নতুন ক্ষেত্র। বাংলাদেশী পণ্যের নতুন বাজার খুলতে পারে ৬ কোটি জনসংখ্যার এ দেশটিতে। লৌহযবনিকার দেশ হিসেবে পরিচিত মিয়ানমার এখন উন্মুক্ত বিদেশীদের জন্য। ২০১১ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের বিনিয়োগের লক্ষ্য হচ্ছে মিয়ানমার। গত ৫ বছরে চীন-ভারত ছাড়াও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো আসছে প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর এ দেশটিতে। বাংলাদেশের বিনিয়োগকারীদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে এ দেশটির প্রতি। প্রায় সাড়ে ছয় লাখ বর্গকিলোমিটারের স্থল ভাগের এ দেশটিতে রয়েছে অফুরান প্রাকৃতিক সম্পদ, স্বল্প মজুরি এবং প্রচুর কৃষিজমি। রফতানি পণ্যের তালিকায় আছে প্রাকৃতিক গ্যাস, পাথর, কাঠ, রাবার ও চাল। এছাড়া দেশটির টেলিকম, খনিজ সম্পদ ও টেক্সটাইল খাত হতে পারে বাংলাদেশী উদ্যোক্তাদের কাজের যায়গা।
×