ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বান্দরবানে গড়ে তোলা হচ্ছে স্বতন্ত্র ট্যুরিজম অঞ্চল

প্রকাশিত: ০৪:০৫, ১১ এপ্রিল ২০১৬

বান্দরবানে গড়ে তোলা হচ্ছে স্বতন্ত্র ট্যুরিজম অঞ্চল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় এ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের সুবিধার্থে স্বতন্ত্র একটি ট্যুরিজম অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে থানচিতে সীমান্ত অবকাশ নামে বিশেষ কেন্দ্র গড়ে তুলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সেখানে তৈরি করা হচ্ছে পর্যটকদের জন্য অত্যাধুনিক আবাসন ব্যবস্থা। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে বিজিবির তল্লাশি চৌকি। ৪ হাজার ৪৮০ বর্গকিলোমিটার আয়তনের বান্দরবান পার্বত্য জেলায় মাত্র ১ হাজার ৭শ’ কিলোমিটার সমতল ভূমি হলেও বাকি আড়াই হাজার বর্গকিলোমিটার ভূমিতে রয়েছে বান্দরবানের ওপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়-নদী-বৃক্ষরাজি সবই রয়েছে বান্দরবানে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড় কেও ক্রাউডং। কিন্তু বিনোদনের এতকিছু থাকার মাঝেও পর্যটকদের সমস্যার অন্ত নেই। এ অবস্থায় বান্দরবন পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজ হাব গড়ে তুলতে চায় সরকার। তারই অংশ হিসেবে প্রথম পর্যায়ে থানচিতে সীমান্ত অবকাশ নামে একটি বিশেষ অঞ্চল গড়ে তুলছে বিজিবি। ৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম বলেন, ‘আমরা এটাকে সীমান্ত অবকাশ নাম দিয়েছি। এখন আমাদের পরিকল্পনা হচ্ছে এ পর্যটন শিল্পটাকে ছড়িয়ে দেয়া।’ বিজিবির উদ্যোগে সীমান্ত অবকাশের কাজ শুরু হওয়ার পর থেকে পুরো এলাকার চিত্রই পাল্টে গেছে। পর্যটকদের উপস্থিতিতে সরব হয়ে উঠেছে এখানকার উপজাতিদের নিয়ন্ত্রিত বাজারগুলোও।
×