ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারী ক্রয়ে দ্বিপাক্ষিক ফোরাম হচ্ছে

প্রকাশিত: ০৪:০৪, ১১ এপ্রিল ২০১৬

সরকারী ক্রয়ে দ্বিপাক্ষিক  ফোরাম হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সরকারী ক্রয়কার্যক্রমে ক্রয়কারী কর্মকর্তা এবং টেন্ডারারদের মধ্যে বরাবরই এক ধরনের দূরত্ব বিদ্যমান ছিল। আইন ও বিধির আওতায় একটি পেশাদার ও কার্যকর সুসম্পর্কের ঘাটতি এখনও বিদ্যমান। এটি দূর করে সরকারী ক্রয় চুক্তির সফল বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে একটি কার্যকর ও পেশাদার সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। সে লক্ষ্যে সরকারী ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশে একটি সুষ্ঠু ক্রয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য ক্রয়কারী প্রতিষ্ঠান ও টেন্ডারারদের মধ্যে জেলা পর্যায়ে দ্বি-পাক্ষিক ফোরাম গঠন ও সংলাপ চলছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার পঞ্চগড়ে এবং মঙ্গলবার ঠাকুরগাঁও জেলায় গঠন করা হচ্ছে গবর্নমেন্ট ও কন্ট্রাক্টর ফোরাম। এ পর্যন্ত ৩২টি জেলায় এ ফোরাম গঠন করা হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক বাস্তবায়নাধীন সরকারী ক্রয় সংস্কার প্রকল্পের আওতায় দেশের সবক’টি জেলায় পর্যায়ক্রমে এ ক্রয় সংলাপ ফোরাম গঠন ও সংলাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দ্বি-পাক্ষিক এ বৈঠকে সিপিটিইউর পরিচালক (সমন্বয়) ও যুগ্মসচিব পারভীন আকতার উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার প্রকৗশল অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি ছাড়াও জেলা পর্যায়ের অন্যান্য সরকারী ক্রয়কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও টেন্ডারারগণ ফোরামের বৈঠকে অংশগ্রহণ করেন।
×