ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর শিল্প উদ্যোক্তাদের চাহিদা মিটছে

৫০ একর জমিতে নতুন শিল্পনগরী

প্রকাশিত: ০৪:০১, ১১ এপ্রিল ২০১৬

৫০ একর জমিতে নতুন শিল্পনগরী

হামিদ-উজ-জামান মামুন ॥ শিল্প সম্প্রসারণ হচ্ছে বিভাগীয় শহর রাজশাহীতে। বর্তমানে বিসিক শিল্প নগরীর পাশেই আরও একটি শিল্প নগরী স্থাপন করছে সরকার। শিল্প প্লটের ব্যাপক চাহিদা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি বাস্তবায়নে ব্যয় হবে ১২৮ কোটি ৮১ লাখ টাকা। এ প্রকল্পটি বাস্তবায়নের মধ্যদিয়ে ৫০ একর জমিতে সম্প্রসারিত হবে বিসিক শিল্প নগরী। ফলে শিল্পোদ্যোক্তাদের উন্নতমানের শিল্প প্লটের চাহিদা পূরণে এসএমই ইউনিট স্থাপনের জন্য অবকাঠামো সুবিধা বৃদ্ধি করা হবে। এগুলো শিল্প ইউনিট স্থাপনের মাধ্যমে দারিদ্র্য নিরসনের পাশাপাশি দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে শিল্প নগরীর ভূমি সংস্কারে পার্শ¦বর্তী জলাশয় হতে মাটি সংগ্রহণের সুপারিশ দিয়েছে পরিকল্পনা কমিশন। এ বিষয়ে কমিশন বলেছে, একনেক এর সিদ্ধান্ত অনুযায়ী শিল্প নগরীর নিকটবর্তী জলাশয় হতে ড্রেজিং বা খননের মাধ্যমে মাটি সংগ্রহের প্রচেষ্টা করতে হবে। শিল্প নগরী স্থাপন বিষয়ে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ শিল্প নগরীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ইউনিট স্থাপনের জন্য ২৯৬টি শিল্প প্লট তৈরি করা হবে। এগুলোর দশ শতাংশ প্লট মহিলা উদ্যোক্তাদের জন্য সংরক্ষণ করা হবে। স্থাপিতব্য শিল্প ইউনিটে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দারিদ্র্য হ্রাসে সহায়ক ভূমিকা রাখবে। এসব দিক বিবেচনা করে এ প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে যে বিসিক শিল্প নগরীটি রয়েছে সেটিতে কোন খালি প্লট নেই। উদ্যোক্তারা তাদের অনুকূলে শিল্প প্লট প্রদানের জন্য বিসিক-এর কাছে দাবি জানিয়ে আসছেন। এ চাহিদার ভিত্তিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ২৪ নবেম্বর রাজশাহীতে দেয়া প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে রাজশাহী বিসিক শিল্প নগরী সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়। এ শিল্প নগরীটি সম্প্রসারণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ে বিসিক-এর তৈরি করা একটি কমিটি কেচুয়াতৈল, উজিরপুকুর ও ললিতাহার মৌজায় ৩০ একর জায়গা নিয়ে শিল্প নগরী সম্প্রসারণের জন্য সুপারিশ করে। কমিটির সুপারিশের ওপর ভিত্তি করে এ প্রকল্পটি গ্রহণ করা হলে পরবর্তীতে পরিকল্পনা কমিশন থেকে বলা হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করে ৫০ একর জায়গা অধিগ্রহণ করে শিল্প নগরী সম্প্রসারণ করা যেতে পারে। এ পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরও ২০ একর জায়গা অন্তর্ভুক্ত করে মোট ৫০ একর জমির সংস্থান করা হয়েছে। সূত্র জানায়, পরিকল্পনা কমিশনের সুপারিশ মেনে পার্শ¦বর্তী জলাশয় হতে মাটি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয় বলছে, প্রস্তাবিত শিল্প নগরীর প্রান্তসীমা হতে নিকটবর্তী খালের দূরত্ব ৬০০ মিটার। বাংলাাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর ২০১৫ সালের ২৭ জুলাইয়ের এক প্রতিবেদনে অনুযায়ী রাজশাহী মহানগরীর প্রফেসর পাড়া বিজিবি ক্যাম্পের কাছ থেকে উৎপত্তি হয়ে একটি খাল রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভার মহান্দখালী মৌজার বারনাই নদীতে পতিত হয়েছে। খালটির আউটফলে একটি দুই ভোল্ট রেগুলেটর অবস্থিত, যার মাধ্যমে বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করা হয়। এটির মোট দৈর্ঘ্য দশ দশমিক ৭০ কিলোমিটার। গড় প্রস্থ ২০ মিটার এবং গভীরতা তিন থেকে পাঁচ মিটার। এই খালটি জেলা প্রশাসনের খাস খতিয়ানভুক্ত। ডিজাইন অনুযায়ী এটি খনন করা হলে ২ লাখ ৫৯ হাজার ঘনমিটার মাটি পাওয়া যাবে। তাই এটি খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সম্প্রতি এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে। ২০১৮ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন হবে।
×