ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারী বিনিয়োগ বাড়ানোর তাগিদ

প্রকাশিত: ০৮:৫৩, ১০ এপ্রিল ২০১৬

নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারী বিনিয়োগ বাড়ানোর তাগিদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের একার পক্ষে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ সম্ভব নয়। এজন্য বেসরকারী খাতেরও সহযোগিতা দরকার। একদিকে প্রথাগত শক্তির উৎসগুলো ফুরিয়ে আসছে, অন্যদিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। পরিবেশগত ক্ষতির কথাও আমাদের মাথায় রাখতে হচ্ছে। এজন্য সব পক্ষকে সঙ্গে নিয়ে নবায়নযোগ্য শক্তির উৎসের মাধ্যমে চাহিদা পূরণের জন্য কাজ করছে সরকার। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ইন্টারন্যাশনাল গ্রিন কনফারেন্স-২০১৬ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। গ্রিনটেক ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট যৌথভাবে এ কনফারেন্সের আয়োজন করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ‘গ্রিন ইন্ডাস্ট্রি এ্যান্ড গ্রিন এনার্জি’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন। এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক ড. শাহ মোঃ আহসান হাবীব। সম্মেলনে মূল বক্তব্য রাখেন জার্মানির ম্যালেকি জিএমবিএইচেরসহ প্রতিষ্ঠাতা সবুজ মানুষ খ্যাত মাদিয়াস গিলবার। পাশাপাশি সম্মেলনে দেশী-বিদেশী নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞরাও বক্তব্য রাখেন। উদ্বোধনী সেশনের পর ‘বাংলাদেশের উন্নয়ন সংস্থাসমূহ এবং সবুজ শক্তির সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান খান চৌধুরী বলেন, দেশের জনসংখ্যার মোট ৬২ শতাংশ বর্তমানে বিদ্যুত সুবিধার আওতায় আছে। এই বিদ্যুতের মোট ৬৩ শতাংশ আসছে প্রাকৃতিক গ্যাস থেকে। দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের আগেই আমরা কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারব। তখন দেশের বিদ্যুতের চাহিদা আরও বৃদ্ধি পাবে। এজন্য বিদ্যুতের নবায়নযোগ্য উৎস বৃদ্ধির জন্য সবাইকে কাজ করতে হবে। দেশের ব্যাংকগুলো উন্নয়ন প্রতিষ্ঠানসমূহকে ঋণ প্রদানসহ সিএসআরের আওতায় সামাজিক সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিকেলে আরও দুটি সেশন অনুষ্ঠিত হয়।
×