ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিশ্ব অর্থনীতির টুকরো খবর

প্রকাশিত: ০৬:২১, ১০ এপ্রিল ২০১৬

বিশ্ব অর্থনীতির টুকরো খবর

সিভিডি তুলে নেয়ার আহ্বান ভারতে বাংলাদেশের পণ্য রফতানি বৃদ্ধি পেয়েছে। দু’দেশের বাণিজ্য ঘাটতি কমাতে ভারতে বাংলাদেশী পণ্যের রফতানি আরও বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশী পণ্য ভারতে রফতানির ক্ষেত্রে আরোপ করা কাউন্টার ভেলিং ডিউটি (সিভিডি) তুলে নেয়া প্রয়োজন। ভরতের নর্থ-ইস্ট রিজিওনে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বৃহস্পতিবার ভারতের মনিপুর রাজ্যের ইম্ফল-এ ইন্ডিয়ান চেম্বান অব কমার্স, ভারতের মিনিস্ট্রি অব ডেভেলপমেন্ট অব নর্থ ইস্টার্ন রিজিওন ও মনিপুর রাজ্য সরকারের সহযোগিতায় আয়োজিত তিন দিনব্যাপী নর্থইস্ট বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। বৈশাখে পান্তা-ইলিশ নিষিদ্ধ! বাংলা নববর্ষ উদযাপন করতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন চলছে বর্ণাঢ্য উৎসবের। পহেলা বৈশাখ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হবে মঙ্গল শোভাযাত্রা ও দিনব্যাপী বৈশাখী মেলা। বর্ষবরণের এই উৎসবে পান্তা-ইলিশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমামুল হক বুধবার সাংবাদিকদের সঙ্গে বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের সময় পান্তা-ইলিশ নিষিদ্ধ করার যৌক্তিকতা তুলে ধরে বলেন, বাংলা বর্ষবরণের সঙ্গে পান্তা-ইলিশের আদৌ কোন সম্পর্ক নেই। পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার এই রীতির বিরুদ্ধে সরকারের পক্ষ হতে গণসচেতনতা তৈরি করা হচ্ছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, রেজিস্ট্রার মনিরুল ইসলাম প্রমুখ। পাটজাত পণ্য রফতানিতে ১০% নগদ সহায়তা এখন থেকে কয়েকটি শর্তের ভিত্তিতে পাটজাত পণ্য রফতানির বিপরীতে ১০ শতাংশ হারে নগদ ভর্তুকি দেয়া হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পাটজাত পণ্য রফতানি করে যা আয় করা হবে (নিট এফওবি) সে মূল্যের ৭৫ শতাংশ হতে হবে পণ্যে ব্যবহৃত পাটের দাম। আবার পণ্যগুলোতে ৭৫ শতাংশ বা তার বেশি পাট ব্যবহার হয়েছে কি না তা পরীক্ষা-নিরীক্ষা করিয়ে বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়ন সনদ আনতে হবে।
×