ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধের দাবি ওলামা লীগের

প্রকাশিত: ০৫:৫০, ১০ এপ্রিল ২০১৬

বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধের দাবি ওলামা লীগের

বিডিনিউজ ॥ পহেলা বৈশাখের অনুষ্ঠানে কড়াকড়ি আরোপের জন্য সরকারকে সাধুবাদ জানিয়ে বর্ষবরণের অনুষ্ঠান পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে ওলামা লীগ। এবার থেকে চালু হওয়া বৈশাখী উৎসব ভাতা বাদ দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবীতে উৎসব ভাতা দেয়ার দাবিও জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থক সংগঠনটির নেতারা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচী থেকে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানানো হয় বলে ওলামা লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মানববন্ধনে বক্তাদের উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ‘পহেলা বৈশাখের নামে চারুকলার গাঁজাখোর মিডিয়া ও পুঁজিবাদী বেনিয়াগোষ্ঠী বাণিজ্য করছে। ওদের শোষণ থেকে জনগণকে বাঁচাতে হবে।’ মুসলমানদের ‘ইসলামহীন’ করার জন্যই পহেলা বৈশাখের ‘অপতৎপরতা’ বলে দাবি করেছে ওলামা লীগ। যে সংগঠনটি আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে নিচ্ছে বলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের দাবি। ওলামা লীগ স্বীকৃত সহযোগী সংগঠন নয় বলে আওয়ামী লীগ দাবি করলেও এ সংগঠনটির বিভিন্ন কর্মসূচীতে দলের নেতাদের অংশগ্রহণ দেখা যায়। তেমনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচীতে দেখা যায় সংগঠনটির ব্যানারসহ উপস্থিতি। হেফাজতে ইসলামসহ ইসলামী বিভিন্ন সংগঠনের সমরূপ দাবি তুলে আওয়ামী লীগের অনেক নেতারও সমালোচনার মধ্যে রয়েছে ওলামা লীগ। নিজেদের কোন্দলে রাজপথে মারামারি নিয়েও সমালোচিত সংগঠনটি। ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরীর পাঠানো শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়Ñ তারা আওয়ামী লীগ ‘সমর্থিত’ সমমনা ১৩ ইসলামিক সংগঠন মানববন্ধনের কর্মসূচী পালন করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে এবারের বাংলা নববর্ষের অনুষ্ঠান বিকেলের মধ্যে শেষ করা এবং মঙ্গল শোভাযাত্রায় মুখোশ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে সরকার। সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও মুখোশ নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়ায় সরকারকে ‘ধন্যবাদ’ জানিয়েছে ওলামা লীগ। বৈশাখ উপলক্ষে ‘পান্তা-ইলিশ’ খাওয়ার চর্চা বাদ দিয়ে জাতীয় মাছ ইলিশ রক্ষার আহ্বানও জানিয়েছেন তারা। ঈদ-ই-মিলাদুন্নবীর দিন ‘উৎসব ভাতা’ দেয়ার দাবি জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়Ñ ‘সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। এজন্য মুসলমানদের পহেলা বৈশাখের বোনাস বাদ দিয়ে মহাপবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ উপলক্ষে বোনাস দেয়া উচিত।’ বৈশাখের বিরোধিতা করলেও নববর্ষের কোন অনুষ্ঠানে হামলার বিরোধিতাও করেছে আওয়ামী লীগ সমর্থক সংগঠনটি। সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী হামলাকে ‘অনৈসলামিক ও হারাম’ আখ্যায়িত করে বক্তারা বলেন, পহেলা বৈশাখে সন্ত্রাসী হামলা ‘ইসলামে জায়েজ নেই’। প্রধান বিচারপতির পদত্যাগ দাবি ॥ মানববন্ধনে বক্তারা ‘আইনপ্রণেতাদের অজ্ঞতার কারণে আইনী প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাচ্ছে’ বলে বক্তব্যের জন্য প্রধান বিচারপতি এসকে সিনহার পদত্যাগও দাবি করেন। মুসলিম জনগোষ্ঠীর দেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান বিচারপতি নিয়েও আপত্তি জানান সরকার সমর্থক এ সংগঠনটির নেতারা। মানববন্ধনে ‘জাতীয় শিক্ষানীতিকে ‘ইসলামবিদ্বেষী’ অ্যাখ্যা দিয়ে এটি সংশোধনের দাবিও জানান বক্তারা। মানববন্ধনে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন’ বাতিল করার দাবিও জানানো হয়।
×