ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ পিন্টুর

প্রকাশিত: ০৫:১১, ১০ এপ্রিল ২০১৬

কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ পিন্টুর

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ও শেষবারের মতো বাফুফের সভাপতি নির্বাচনে অংশ নিতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান সালাউদ্দিন। এখানে তিনি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ব্যাখ্যা-যুক্তি পেশ করেন। সেই সঙ্গে নির্বাচনী প্রচারণাও চালান তিনি। সম্প্রতি বাঁচাও ফুটবলের ব্যানারে সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কিছু ফুটবল সংগঠক। এদেরই একজন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। জাতীয় ক্রীড়া পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার পাওয়া পিন্টু কদিন আগে এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিনের কঠোর সমালোচনা করেন। পাল্টা সংবাদ সম্মেলনে পিন্টুকে ধুয়ে দেন সালাউদ্দিন। এর প্রতিবাদে শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের লাউঞ্জে সেভ দ্য স্পোর্টসের পক্ষ থেকে জবাব দেন পিন্টু এবং এই সংগঠনের অন্য কর্মকর্তারা। ‘সালাউদ্দিনকে ক্ষমা চাইতে হবে। নইলে আইনের আশ্রয় নেবো। সালাউদ্দিনের কাছ থেকে কোন টাকা নিইনি’- শনিবার কথাগুলো বলেন পিন্টু। তিনি আরও বলেন, ‘১৯৮২ সালে সালাউদ্দিনরা যখন জেলে গিয়েছিল, তখন তাদের জন্য জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের কাছে গিয়েছিলাম। তাদের জন্য যা করেছি, এই কি তার প্রতিদান! খেলোয়াড় হিসেবে সালাউদ্দিন ভাল হলেও সংগঠক হিসেবে নয়। তার সতীর্থরাই আওয়াজ তুলেছে সে একজন দুর্নীতিবাজ!’ পিন্টুর ছোট মইন উদ্দিন আহমেদ, ‘আমি ফুটবলার ও সালাউদ্দিনের বন্ধু ছিলাম। পিন্টু ভাই গতবার নির্বাচন করবে বললে রাগ করেছিলাম। কারণ তিনি অসুস্থ ছিলেন। এত চাপ তিনি নিতে পারবেন না তাই। একদিন সালাউদ্দিন আমাকে তার রুমে নিয়ে গেল। সে বললো, অনেক দৌড়াদৌড়ি করেছ। তুমি এখানে এসে খরচ হয়েছে। ২৫ হাজার টাকা রাখ। আমি রাজি হইনি। সালাউদ্দিন আমাকে জোর করে পকেটে ঢুকিয়ে দেয়। এরপর দু’লাখ টাকা নিয়ে ঘুরেছে কিন্তু আমি নেইনি। তবে খরচের কথা বলে অন্য আরেকজনের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়েছিল সালাউদ্দিন। এর বাইরে কোন টাকা আমি কিংবা বড় ভাই নেননি।’ বাফুফের নির্বাচন খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা। শনিবার ছিল বাফুফের কাছে কাউন্সিলরদের নাম জমা দেয়ার শেষ দিন। রবিবার রাতে বাফুফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। সোমবার ভোটার তালিকার ওপর আপত্তি থাকলে তা গ্রহণ করবে নির্বাচন কমিশন। মঙ্গলবার হবে আপত্তির ওপর শুনানি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বুধবার। ৩০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে ঢাকা ক্যান্টমন্টের এয়ারপোর্ট রোডের হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে।
×