ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ক্রিকেটের শেকড় ধরে টান দিলেন সদ্যবিদায়ী কোচ

দুই মাথায় রুষ্ট ওয়াকার

প্রকাশিত: ০৫:১০, ১০ এপ্রিল ২০১৬

দুই মাথায় রুষ্ট ওয়াকার

স্পোর্টস রিপোর্টার ॥ দায়িত্ব ছাড়ার একদিন পরই ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তান ক্রিকেটের অন্দরের অনেক কিছু ফাঁস করবেন তিনি। সেটি শুরু করে দিলেন ওয়াকার ইউনুস। শনিবার প্রভাবশালী ওয়েবসাইট ইএসক্রিকইনফোকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে সদ্যবিদায়ী পাকিস্তান কোচ বললেন, দলটির ব্যর্থতার কারণ নেপথ্যের ‘দুই মাথা’! বোর্ডের শীর্ষ দুই কর্তার স্বেচ্ছাচারিতাকে বড় করে দেখছেন সাবেক এই তারকা ক্রিকেটার। একজন বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান, অন্যজন নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠী। তারা নাকি স্বৈরাচারের মতো পাকিস্তান ক্রিকেটকে ভিন্ন দুইদিকে চালাতে চাইছেন! ‘সবচেয়ে বড় সমস্যা পরিবারের দুই মাথা থাকা। তাতে কোন কাজ হয় না। কেবল কোচ নয়, সব মিলিয়ে গোটা পাকিস্তান ক্রিকেটই এই দু’মাথায় ভুগছে। দুটি ভিন্ন নির্দেশনা। সবার আগে এটা ঠিক করা প্রয়োজন।’ এর মধ্য দিয়ে সাবেক কোচ যেন পিসিবির মাথা ধরেই টান দিলেন। ক্রিকেট দলের জন্য বোর্ড, বোর্ডের জন্য ক্রিকেট দল নয়Ñ এটা বুঝতে হবে বলেও মত ওয়াকারের, ‘আগেও বলেছি, পিসিবির উচিত দলের আরও কাছে আসা, কোচিং স্টাফদের কাছে আসা। উন্নতির জন্য এটা সবার আগে প্রয়োজন। কারণ তারা ক্রিকেট দলের জন্য, খেলাটির ভালর জন্য, দেশের জন্য কাজ করেন। অথচ বাস্তবতা হচ্ছে পাকিস্তান ক্রিকেটের সংস্কৃতিটাই এমন যে তাদের কাছে ক্রিকেটারদের ধরনা দিতে হয়। এটা অন্যরকম হওয়ার কথা ছিল। এই সংস্কৃতি দ্রুত বদলাতে হবে।’ এমন একটি গুরুতর সমস্যা থাকার পরও দুই বছর কোচের দায়িত্বে থাকলেন কেন? উত্তরে ৪৪ বছর বয়সী তারকার জবাব, ‘আমি যা করতে চাইতাম তা করতে পারতাম না। বেশি বেশি তরুণ ক্রিকেটারদের সহায়তার ইচ্ছা ছিল। দুঃখজনক হলেও সত্য, আমাকে সেটি করতে দেয়া হতো না! অনেকে জানতে চেয়েছেন, আরও আগে কেন সরে যাইনি, ভেবেছিলাম প্রক্রিয়ার মধ্য থেকে পরিবর্তন আনতে পারব। সব ঠিক করতে চেয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি।’ এতো গেল বাইরের প্রসঙ্গ। দলের ভেতরে অধিনায়ক (টি২০) শহীদ আফ্রিদিই নাকি ছিলেন সব সমস্যার মূল। ওয়াকার বলেন, ‘ওর টেম্পারমেন্টে সমস্যা। কোন কিছুই সহজে নিতে পারে না, রং না চড়িয়ে কিছু করতে পারে না। পিসিবিকে দেয়া রিপোর্টে আমি সেটিই লিখেছি। সেটা অবশ্যই মিডিয়ার জন্য ছিল না, ছিল বোর্ডের জন্য। অথচ সেটি ফাঁস করে আফ্রিদির সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করা হয়েছে। এসব কিছুই দুঃখজনক।’ এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর চুক্তি শেষের দুই মাস আগেই কোচের দায়িত্ব ছাড়েন ওয়াকার। দুটি টুর্নামেন্টে ৮ ম্যাচের ৫টিতেই হেরেছে পাকিস্তান। ২০১০-২০১১ মৌসুমের পর ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো কোচ হন ৪৪ বছর বয়সী ওয়াকার। সর্বোপরি টেস্টে এবং শ্রীলঙ্কা সফরে টেস্ট-ওয়ানডেতে ভাল করলেও সম্প্রতি নিউজিল্যান্ড সফর, এশিয়া কাপ এবং সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয় ওয়ানডে ও টি২০ দল। নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে পিসিবি। শুনা যাচ্ছে আকিব জাভেদ ও মুদাসসর নজরের নাম।
×