ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টটেনহ্যামের বড় বাধা ইউনাইটেড

প্রকাশিত: ০৫:০৭, ১০ এপ্রিল ২০১৬

টটেনহ্যামের বড় বাধা ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লীগে নিজেদের মাটিতে টটেনহ্যাম হটস্পার শেষ জয় পেয়েছিল দীর্ঘ ১৫ বছর আগে! ২০০১ সালের মে মাসে স্পার্শদের বিপক্ষে ৩-১ গোলের সেই যে হার, এরপর আর কখনই স্বাগতিকদের জিততে দেয়নি রেড ডেভিলরা। হোয়াইট হার্ট লেনে শেষ ১৪ ম্যাচে অপরাজিত ম্যানইউ। প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ ২৯৬ মিনিট গোল করতে পারেনি টটেনহ্যাম হটস্পার। আজ আবার সেই ম্যানইউকে স্বাগত জানাবে টটেনহ্যাম। তবে আগের সব সময়ের চেয়ে স্পার্শদের অবস্থান এখন অনেক ভাল। এতটুকুতে অবশ্য কিছুটা কমই বলা হয়ে যায়। এবার তো শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। ৬২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দুইয়ে রয়েছে টটেনহ্যাম। শীর্ষে থাকা লিচেস্টার সিটির চেয়ে পয়েন্ট ব্যবধান মাত্র ৭। লীগের ঠিক শেষ ছয় ম্যাচের আগে ইউনাইটেডের বিপক্ষে এই ম্যাচটা স্পার্শদের তাই অগ্নিপরীক্ষা। যে কারণে অতীতের সব ইতিহাসকেই যেন বদলে ফেলতে চায় টটেনহ্যাম হটস্পার। আর ফুটবলে এটা সম্ভব বলে মনে করেন ক্লাবটির কোচ মাউরিসিও পচেত্তিনো। তার মতে, ‘আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ফুটবলে পরিবর্তন হয়। আমাদের বিশ্বাস এবং প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করাটা খুবই গুরুত্বপূর্ণ। সামনে এখনও ছয় ম্যাচ বাকি। ফুটবলে যে কোন কিছুই হতে পারে।’ দীর্ঘ অর্ধশতকেরও বেশি সময় পর প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে টটেনহ্যাম। আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হার মানেই শিরোপার দৌড় থেকে ছিটকে যাওয়া। তখন লিচেস্টারের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়াবে ১০! যেখান থেকে ঘুরে দাঁড়ানোটা প্রায় অসম্ভব। তাই এই তিন পয়েন্টের দিকেই দৃষ্টি রাখছেন পচেত্তিনো। এ বিষয়ে তিনি বলেন, ‘লিচেস্টার কিরকম খেলল সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। বরং আমাদের কাছে গুরুত্ব হলো নিজেরা কেমন প্রস্তুতি নিলাম। আমরা কেবল আমাদের কাজটাই করে যেতে চাই। আমরা চাই প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে।’ এই মুহূর্তে লীগ টেবিলের পাঁচ নাম্বারের দল ম্যানইউ। যে কারণে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়াটা তাদের কাছেও বেশ গুরুত্বপূর্ণ। কেননা গত কয়েক মৌসুমে বাজে কাটানো লুইস ভ্যান গাল যে অন্তত শীর্ষ তিনে থেকে মৌসুম শেষ করতে মরিয়া। তাই স্পার্শদের বিপক্ষে অতীত পারফর্মেন্সের ধারাবাহিকতাও ধরে রাখতে চান। সেক্ষেত্রে তার বড় শক্তি দলের সেরা তারকা ওয়েন রুনি। আর ওয়েন রুনিই এই মুহূর্তে ইংল্যান্ডের সেরা স্ট্রাইকার বলে বিশ্বাস করেন ম্যানইউর ডাচ কোচ লুইস ভ্যান গাল। সেই সঙ্গে তিনি এটাও বিশ্বাস করেন যে, ২২ গোল করে টটেনহামের হ্যারি ক্যান শীর্ষে ও ১৯ গোলে লিচেস্টার সিটির জ্যামি ভার্ডি ইংলিশ লীগের এই মৌসুমে দ্বিতীয় অবস্থানে থাকলেও হাঁটুর ইনজুরির কারণে কিছুদিন সাইড বেঞ্চে বসে থাকা রুনিই সবচাইতে উজ্জ্বল। এ বিষয়ে নিজের প্রিয় এই স্ট্রাইকার সম্পর্কে বলতে গিয়ে ডাচ কোচ জানান, ‘একজন খেলোয়াড়কে সেরা স্ট্রাইকার হিসেবে নির্বাচিত করার কাজটি এত সহজ নয়। সিদ্ধান্তটি একটি কিংবা দুটি ম্যাচ দেখে নয় বরং অবশ্যই অতীত রেকর্ড দেখে দিতে হবে।’ একথা সত্য যে ইংলিশ প্রিমিয়ার লীগের এই মৌসুমে টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি ক্যান দুর্দান্ত খেলেই গোলস্কোরারে তালিকায় শীর্ষে আছেন। তারপরও রুনিকেই সেরা মানছেন রেড ডেভিলদের অভিজ্ঞ কোচ। আর তাকে সেরা মেনেই এদিন গণমাধ্যমকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে ভ্যান গাল বলেন, ‘হ্যারি ক্যান এই পর্যন্ত ক’টা গোল জালে জড়িয়েছে? এত স্বল্প সময়ে আপনারা কিভাবে সেরা নির্বাচিত করতে পারেন? তাছাড়া আমি অন্তত মনে করতে পারি না যে ও শেষ কবে আমাদের বিপক্ষে গোল করেছিল।’ তবে অতীত পরিসংখ্যানটা বাদই থাকুক না। হোয়াইট হার্ট লেনে যে আজই মুখোমুখি হতে যাচ্ছেন হ্যারি কেন আর ওয়েন রুনি। নিজেদের প্রমাণ করার জন্য এমন ম্যাচের চেয়ে আর কি গুরুত্বপূর্ণ মঞ্চ পেতে পারতেন তারা! দিনের অন্য ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষুণœ রাখার লক্ষ্য নিয়েই লিচেস্টার সিটি খেলবে সান্ডারল্যান্ডের বিপক্ষে। আর লিভারপুল আতিথ্য দিবে স্টোক সিটিকে।
×