ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীত মেলা শুরু ২৩ এপ্রিল

প্রকাশিত: ০৪:৩০, ১০ এপ্রিল ২০১৬

সঙ্গীত মেলা শুরু ২৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় সঙ্গীত অঙ্গন প্রসারিত করার প্রত্যয়ে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে আগামী ২৩ এপ্রিল শুরু হচ্ছে সঙ্গীত মেলা। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ৮ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পী মমতাজ বেগম এমপি। শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সম্মিলিত সঙ্গীতশিল্পী সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সঙ্গীতশিল্পী সোসাইটির আহ্বায়ক হাসান মতিউর রহমান, সভাপতি আশরাফ উদাস, বিবিসি বাংলার সাবেক সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, শিল্পী আইয়ুব বাচ্চু, নাজমুল হক ভূইয়া খালেদ, নজরুল সঙ্গীতশিল্পী খালিদ হোসেন, রবীন্দ সঙ্গীতশিল্পী সাদী মহম্মদ গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। উপস্থিত ছিলেন রূপম, এফ এ সুমন, জাহিন, ইভা, ব্ল্যাক ব্যান্ডের ড্রামার টনি, প্লাবন কোরাইশী, কিশোর পলাশ প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয় সঙ্গীত মেলা প্রতিদিন বিকেল ৫ টা থেকে চলবে রাত ৮ টা পর্যন্ত। ৮ দিনের এই আয়োজনে বাংলা গানের বিভিন্ন অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫ গুণীশিল্পীকে সম্মাননা দেয়া হবে। শতাধিক এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে। মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে ২টি সেমিনার এবং ৪টি ওয়ার্কশপ। আগত দর্শকদের বাংলা গানের ইতিহাস এবং বিবর্তন সম্পর্কে জানানোর জন্য তৈরি করা হবে ২০০ ফুট দীর্ঘ একটি টাইমলাইন বোর্ড, মেলা এবং শিল্পীদের সঙ্গে দর্শক শ্রোতাদের স্মৃতি ধরে রাখার জন্য তৈরি করা হবে একটি সেলফি বোর্ড। মেলা প্রাঙ্গণে ৮ দিনই থাকবে ফ্রি ওয়াই-ফাই জোন, এছাড়াও এই অনুষ্ঠান নিয়ে রেডিও এবিসি নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করবে। প্রত্যেক দিন বিকাল ৫টা থেকে রেডিও জিতে লাইফ স্টিমিং হবে। দেশের নানা প্রান্ত থেকে আগত বাউল শিল্পী, ব্যান্ড শিল্পীসহ শতাধিক শিল্পী পরিবেশন করবেন তাদের গান।
×