ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নাট্যকর্মী আমির হোসেন সুরুজের চিকিৎসা সাহায্যার্থে নাটুকের ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:২৯, ১০ এপ্রিল ২০১৬

নাট্যকর্মী আমির হোসেন সুরুজের চিকিৎসা সাহায্যার্থে নাটুকের ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ ব্রেন স্ট্রোকে আক্রান্ত সিরাজগঞ্জের প্রবীণ নাট্যকর্মী আমির হোসেন সুরুজের চিকিৎসা সাহায্যার্থে নাটকের দল নাটুকে তাদের দর্শকনন্দিত কমেডি ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের বিশেষ মঞ্চায়ন করবে। দলসূত্রে জানা গেছে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির ৪৩তম মঞ্চায়ন করবে নাটুকে। বিশেষ এই আয়োজন প্রসঙ্গে নাটুকে প্রধান আল নোমান বলেন, আমরা নাটুকে বিগত সাড়ে পাঁচ বছর ধরে প্রায় ৯০ ভাগ প্রদর্শনী করেছি ক্যান্সার, ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজেসসহ ব্যয়বহুল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহযোগিতা করে এসেছি। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকার অধিক আর্থিক সহযোগিতা দিতে পেরেছি থিয়েটারকে কেন্দ্র করে। যাকে উদ্দেশ্য করে প্রদর্শনীর আয়োজন হয়, প্রদর্শনী শেষে তার পরিবারের সদস্যের হাতে সংগৃহীত অর্থ হস্তান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় সুরুজ ভাইয়ের জন্যে আমাদের এই প্রচেষ্টা। তিনি যেহেতু আমাদের অগ্রজ তাঁর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাই আমরা এ উদ্যোগ নিয়েছি। ফরাসী নাট্যকার মার্ক ক্যমোলতি রচিত ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকটি অনুবাদ এবং নির্দেশনা দিয়েছেন আল নোমান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন, আল নোমান, শ্যামল, মনি, তিপা সুপ্রিয়া, নাদিয়া, রায়হান প্রমুখ। ‘ঠাকুর ঘরে কে রে’ নাটকের কাহিনীতে দেখা যায় বৃদ্ধ স্যামুয়েল পরিকল্পনা আঁটে, তার স্ত্রী জ্যাকলিনকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিয়ে, সে তার মডেল ও অভিনেত্রী বান্ধবী সুজেন ডাক নাম সুজির জন্মদিন পালন করবে। এ উপলক্ষে তার সঙ্গে দুদিন কাটাবে। নাকাক্সিক্ষত ঝামেলা এড়ানোর জন্যে সে তার পুরনো বন্ধু প্যাট্রিককে নিমন্ত্রণ করে, যে কিনা তার স্ত্রীর পুরনো প্রেমিকও। রান্নার জন্যে বাবুর্চি ভাড়া করে যার ডাক নামও সুজি। যেই জ্যাকলিন মায়ের বাড়ি যেতে বের হবে, অমনি পরপর দুবার ফোন আসে এবং সে তার স্বামীর ফন্দি আঁচ করতে পারে, সেই এই জেনে যায় তার পুরনো প্রেমিকও আসছে! সে খেলায় উল্টো চাল দেয় এই বলে যে, তার মা অসুস্থ এবং তাকে যেতে নিষেধ করেছে! স্যামুয়েলের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে! এদিকে একে একে সবাই এসে পড়লে ঘটতে থাকে নানা মজার সব কা-। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
×