ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে তনু হত্যার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০৪:২৭, ১০ এপ্রিল ২০১৬

ঠাকুরগাঁওয়ে তনু হত্যার প্রতিবাদে সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ এপ্রিল ॥ প্রতিবাদী গান ও আবৃত্তির মাধ্যমে নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দাবিতে শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে সাংস্কৃতিককর্মীরা। দুপুরে ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই সমাবেশে জেলার সকল সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের শিল্পীরা গান ও আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ জানায়। এ সময় জোট সভাপতি অনুপম মনির সভাপতিত্বে দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, অধ্যাপক মনোতষ কুমার দে, উদীচী সভাপতি সেতারা বেগম, সঙ্গীত শিল্পী মোজাম্মেল হক বাবলু, অমলটিক্কুসহ অন্যরা। বৈসাবি উৎসবে ছুটি দাবি পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ উৎসবের জন্য নিরাপদ পরিবেশ, জাতিসত্তা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও বৈসাবি উৎসবের জন্য চারদিন ঐচ্ছিক ছুটির পরিবর্তে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানিয়েছে খাগড়াছড়ি সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি। শনিবার খাগড়াছড়ি শহরের এক রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান কমিটির নেতৃবৃন্দ। কমিটির সদস্য সচিব তৃপ্তিময় চাকমা জানান, ১২ এপ্রিল ভোরে চেঙ্গী নদীতে ফুল ভাসানো, বর্ণাঢ্য র‌্যালি, শান্তি ও মঙ্গল কামনায় গ্রামে গ্রামে ফানুস বাতি উত্তোলন,বিজুখানা ও বৈসাবি শুভেচ্ছাসহ একগুচ্ছ কর্মসূচী ঘোষণা করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, কমিটির আহ্বায়ক রণিক ত্রিপুরা, কিরণ মারমা, দীপায়ন চাকমা, বিমল চাকমা ও সুখতারা দেওয়ান। হাসপাতাল থেকে নবজাতক চুরি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ সদর হাসপাতাল থেকে এক দিনের শিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে বোরকা পরা অজ্ঞাত নারী শিশু বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায়। সূত্র জানায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ইসাহাক আলীর স্ত্রী মমতা বেগম বৃহস্পতিবার নিজ বাড়িতে পুত্র সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দু’জনে অসুস্থ হলে মাকে বাড়িতে রেখে শিশুটিকে নিয়ে তার নানা বাছদ্দি ও নানী অহিজন শুক্রবার দুপুরে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৮টার দিকে শিশুটির নানা বাছদ্দি বাইরের দোকান থেকে ওষুধ আনতে যান। এ সময় শিশুটিকে হাসপাতালের বিছানায় রেখে নানী অহিজন বাথরুমে যান। এই সুযোগে বাচ্চাটি নিয়ে পালিয়ে যায়। নাগেশ্বরীতে এবার লড়ছেন দুই নারী চেয়ারম্যান প্রার্থী স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ এবারই প্রথম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন দুই নারী প্রার্থী। এরা হলেন উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী আমিনা বেগম অনন্যা ও বল্লভেরখাস ইউনিয়নে জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আনজুমান আরা বেগম। উপজেলার ১৪ ইউনিয়নে আরও ৮১ চেয়াম্যান প্রার্থীর মতো তারাও ভোটারদের কাছে যাচ্ছেন। ভোট প্রার্থনা করছেন। তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিলে ১৪ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। ৮ দিন পর ইউপি সদস্যের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ এপ্রিল ॥ শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনোত্তর সহিংসতায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকার আট দিনের মাথায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারালেন হুরমুজ আলী (৪৫) নামে এক ইউপি সদস্য। ৮ এপ্রিল রাতে প্রাণ হারানো হুরমুজ উপজেলার খড়িয়াকাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া গ্রামের নওশের আলীর ছেলে। জানা যায়, ৩১ মার্চ অনুষ্ঠিত খড়িয়াকাজিরচর ইউপির নির্বাচনে বিদায়ী মেম্বার হুরমুজ আলী একই পদে পুনরায় নির্বাচন করে পরাজিত হন। হুরমুজের চাচাত বোন হাজেরা বেগম ওই ইউপির সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করে পরাজিত হন। ওই বিষয় নিয়ে হুরমুজ ও হাজেরার মধ্যে ১ এপ্রিল সকালে বাকবিত-ার একপর্যায়ে হাজেরার স্বামী ফকির আলী ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হুরমুজের ওপর হামলা চালায়। এতে হুরমুজ গুরুতর আহত হন। প্রার্থী নিখোঁজ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রাজীবপুর উপজেলায় নির্বাচনের আগমুহূর্তে আব্দুল হালিম (৪৩) নামের এক মেম্বার প্রার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট প্রার্থনার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর শনিবার পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটাও বন্ধ। আগামী ১১ এপ্রিল নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর তিন দিন আগে ওই ঘটনা ঘটল। নাটোরে হরিজনদের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ এপ্রিল ॥ পরিচ্ছন্নতাকর্মী ভরত হত্যার বিচার দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ হরিজন সম্প্রদায়। শনিবার সকালে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে। ফরিদপুরে আটক ১০ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, হরিজন সম্প্রদায়ের দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনায় শুক্রবার রাতে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত তিনটা থেকে চারটার মধ্যে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মিয়াপাড়া সড়কে পরিচ্ছন্নতাকর্মী মানিক জমাদার ও তার স্ত্রীর ভাই ভরত জমাদ্দারকে কুপিয়ে হত্যা করা হয়। আইনজীবী সমিতির নির্বাচন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টির মধ্যে ১২ পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থীরা। বিএনপি সমর্থিত নির্বাচিতরা হলেনÑ সভাপতি খতিবুদ্দিন আহমেদ, সহসভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক এমাম আলী, সহসাধারণ সম্পাদক পদে আনোয়ারুল আজিম সরকার খোকন ও রইসউদ্দীন, কোষাধ্যক্ষ পদে রিয়াজুল ইসলাম শাহ, ধর্ম ও কল্যাণ সম্পাদক পদে মাইনুল আলম, পাঠাগার সম্পাদক পদে মাহফুজ আলী চৌধুরী এবং সদস্য পদে একেএম মঞ্জুর রশিদ রতন, আজাদুর রহমান, শাহিনুর রহমান মানিক ও রিফাত আরা। আওয়ামী লীগ সমর্থিত নির্বাচিতরা হলেনÑ সহসভাপতি নুরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান সামস বুলবুল এবং সদস্য পদে সৌরভ রায়। চন্দন কাঠসহ চীনা নাগরিক আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ চোরাই ভারতীয় চন্দন কাঠসহ একজন চীনা নাগরিক ও এক বাংলাদেশীকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে শহরের খুলনা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক চীনা নাগরিকের নাম মি. উ ইউ জন এবং আটক বাংলাদেশীর নাম মিকাইল হোসেন। তিনি আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুর রউফের ছেলে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৬৮ কেজি ওজনের সুগন্ধি চন্দন কাঠের ছয়টি খ-। ভারত থেকে চোরাইপথে বাংলাদেশে পাচারের পর তা রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত চন্দন কাঠের মূল্য ২ লাখ ৭৪ হাজার ৬শ’ টাকা। গণফোরাম নেতা আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা গণফোরামের সভাপতি, সাবেক শিবির ক্যাডার আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে শহরতলীর কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শিবিরের কর্মীদের সক্রিয় করার অভিযোগে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার ওসি জানান, দুই দিন আগে গ্রেফতার হওয়া সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল ইসলামের দেয়া তথ্যমতে, আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতি স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন ইন্টার্নি চিকিৎসককে মারপিট করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার প্রতিবাদে শনিবার সকাল থেকে হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু হয়েছে। এছাড়া ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন ও নিরাপত্তাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে। মিল্ক ভিটা কর্মচারীদের বিক্ষোভ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ৪০ ভাগ বেতন ভাতা, পে স্কেল প্রদানসহ তিন দফা দাবিতে শনিবার সকালে বাঘাবাড়িতে মিল্ক ভিটা শ্রমিক কর্মচারী ইউনিয়ন তিন ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। এ সময় মিল্ক ভিটার ভেতরে একটি বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মহির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এটিএম রেজাউল করিম, হারুনর রশিদ মোহন, হেলাল উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন।
×