ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে সড়কে ময়লার স্তূপ ॥ জনভোগান্তি

প্রকাশিত: ০৪:২৭, ১০ এপ্রিল ২০১৬

ধামইরহাটে সড়কে ময়লার স্তূপ ॥ জনভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ এপ্রিল ॥ ধামইরহাট বাজার জামে মসজিদে যাতায়াতের সড়কের পাশে কোন ডাস্টবিন না থাকায় এলাকাবাসী তাদের বাড়িঘরের ময়লা আর্বজনা রাস্তার ওপর ফেলছে। এতে সড়কটি লোকজনের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। নাকে রুমাল ধরে মুসল্লিদের ওই রাস্তা দিয়ে মসজিদে যেতে হচ্ছে। জানা গেছে, ধামইরহাট উপজেলার প্রাণকেন্দ্র ধামইরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদটি ধামইরহাট পৌরসভায় অন্তর্গত ৭নং ওয়ার্ডে অবস্থিত। মসজিদের পূর্ব পাশ দিেেয় সড়কটি ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে গিয়ে মিলিত হয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাছাড়া সপ্তাহে রবিবার হাটবার হওয়ার কারণে এ রাস্তা দিয়ে হাজার হাজার হাটুরে যাওয়া-আসা করে। দীর্ঘদিন যাবত ওই এলাকায় কোন প্রকার ডাস্টবিন গড়ে না তোলার কারণে এলাকাবাসী তাদের বাড়ি-ঘরের যাবতীয় ময়লা আর্বজনা প্রথমে ড্রেনে ফেলছে, পরে রাস্তার ওপর। পরবর্তীতে পৌরসভার লোকজনও ওই ড্রেন থেকে ময়লা আর্বজনা উঠিয়ে রাস্তার ওপর ফেলছে। এতে করে ওই এলাকায় ময়লা আর্বজনা পচে দুর্গন্ধ হয়ে পড়ছে। এ ব্যাপারে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, এলাকাবাসী জায়গা দিলে অচিরেই ওই এলাকায় ডাস্টবিন নির্মাণ করে দেয়া হবে। সড়ক দুর্ঘটনায় পথচারী, ছাত্র ও যুবক নিহত জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সাভারে যুবক, গোপালগঞ্জ স্কুলছাত্র ও ভালুকায় পথচারী নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। সাভার ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ডে শনিবার যাত্রীবাহী বাসচাপায় সাদ্দাম (২৪) নামের এক যুবক নিহত হয়েছে। সে ভোলা জেলার চরফ্যাশন থানার আহম্মদপুর গ্রামের শাহআলম খানের পুত্র ও হিউম্যান হলারের কন্ট্রাক্টর ছিল। জানা গেছে, এদিন সকালে গেন্ডা বাসস্ট্যান্ডে রাস্তা পারহওয়ার সময় যাত্রীবাহী বাস সাদ্দামকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোপালগঞ্জ ॥ সড়ক দুর্ঘটনায় মিলন ম-ল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। অসিত ম-ল নামে অপর এক ছাত্র আহত হয়। শনিবার সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ভেন্নাবাড়ী গ্রামের দেবেন ম-লের ছেলে নিহত মিলন ম-ল স্থানীয় সম্মিলিত উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ওই সড়কে যানজট হয়ে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধের সামনে শনিবার বিকেলে ঢাকাগামী বাস রাস্তা পারাপারের সময় এক পথচারী পুরুষকে (৫০) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ছাগল বিতরণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ এপ্রিল ॥ ঝিনাইগাতীতে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় মহিলা ও শিশু পুনর্বাসন সংস্থা উপজেলার বিলাশপুর এলাকায় ওই ছাগল বিতরণ করে। এতে ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। সভানেত্রী নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ধানশাইল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিদ্যুত সংযোগ উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বীরগঞ্জ উপজেলা ৫নং সুজালপুর ইউনিয়ন ও ৮ নং ভোগনগর ইউনিয়নে মহুগাঁ বাজার ও মহুগাঁ গ্রামের ৬৪টি বাড়িতে শনিবার নতুন বিদ্যুত সংযোগ দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। দিনাজপুর পল্লী বিদ্যুত সমিতি-১-এর পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীরগঞ্জ জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মমিনুর রহমান বিশ^াস প্রমুখ।
×