ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্কুলশিক্ষক গ্রেফতার ॥ প্রতিবাদে থানা ঘেরাও

প্রকাশিত: ০৪:২৬, ১০ এপ্রিল ২০১৬

মুন্সীগঞ্জে স্কুলশিক্ষক গ্রেফতার ॥ প্রতিবাদে থানা ঘেরাও

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে এক স্কুল শিক্ষককে প্রতিহিংসাপরায়ণ চুরির মামলা প্রত্যাহার ও গ্রেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীরা শনিবার সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ে ৬ এপ্রিল রাতে স্কুলের দু’টি কক্ষের তালা ভেঙে ৫টি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার প্রতিপক্ষ ওই স্কুলের খ-কালীন শিক্ষক মোস্তাক মাহমুদকে চোর সাজিয়ে শুক্রবার স্কুলের নৈশপ্রহরী সিরাজুল ইসলামকে দিয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলায় খ-কালীক শিক্ষক মোস্তাক মাহমুদকে আসামি করা হয়। পুলিশ শুক্রবার রাতে শিক্ষক মোস্তাক মাহমুদকে গ্রেফতার করে। এ ঘটনায় শিক্ষার্থীরা শনিবার সকালে শিক্ষকের মুক্তি দাবিও চুরির মামলা প্রত্যাহার করতে সিরাজদিখান থানা ঘেরাও করে। প্রায় এক ঘণ্টা থানা ঘেরাও কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই স্কুলের একাধিক শিক্ষক জানান, এটা প্রধান শিক্ষকের সাজানো নাটক। মোস্তাক মাহমুদ বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের নানান অপকর্মের প্রতিবাদ করায় তিনি এ মিথ্যা মামলা দিয়েছেন। প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, বহিরাগত কিছু লোক শিক্ষার্থীদের ফুসলিয়ে এ ঘটনা ঘটিয়েছে। উক্ত স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও বলেন, চুরির ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানায়নি। সিরাজদিখান থানার ওসি’র কাছ থেকে জেনেছি। তবে তদন্ত সাপেক্ষে চুরির ঘটনাটির ব্যবস্থা নেয়া হবে। জ্ঞান-শিক্ষা প্রযুক্তি আজকের দিনে বড় অস্ত্র ॥ নাহিদ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি হচ্ছে আজকের মানুষের বড় অস্ত্র। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। আর এতে একদিন জ্ঞান-শিক্ষা আর প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করবে আগামী প্রজন্ম। শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জাতিকে ভবিষ্যতে নেতৃত্ব দেয়ার জন্য আজকের শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করে আধুনিক কারিগর হিসেবে গড়ে তোলা। হাজার বছরের ইতিহাসে মাদ্রাসা শিক্ষার যে উন্নয়ন হয়নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার তা করেছে। আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ দেশের বিভিন্ন মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণ ও মাদ্রাসার শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। যা আওয়ামী লীগ ছাড়া আর কোন সরকারের আমলে হয়নি।
×