ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধর্ষিত শিশু হাসপাতালে ॥ আপোসের নামে চালবাজি

প্রকাশিত: ০৪:২৩, ১০ এপ্রিল ২০১৬

ধর্ষিত শিশু হাসপাতালে ॥ আপোসের নামে চালবাজি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৯ এপ্রিল ॥ শেরপুরে লম্পট নরপশুর পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে হাসপাতালের বেডে এখন যন্ত্রণায় কাতরাচ্ছে আট বছরের শিশু। শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ওই শিশু দু’দিন যাবত জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে। ধর্ষণের পর তার প্রচুর রক্তপাত হয়েছে এবং আঘাতজনিত স্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। এখন সে অপরিচিত কাউকে দেখলেই আঁতকে উঠছে। তার দু’চোখ বেয়ে মাঝেমধ্যেই গড়িয়ে পড়ছে জল। অন্যদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে আপোসরফার নামে প্রথম থেকেই চলছে স্থানীয় প্রভাবশালী মহলের চালবাজি, যে কারণে হতদরিদ্র পরিবারের পক্ষে এখনও থানায় মামলা দেয়া সম্ভব হয়নি। জানা যায়, শুক্রবার বিকেলে শ্রীবরদী উপজেলার রূপারপাড়া গ্রামের হামিদুর রহমানের লম্পট ছেলে শাকিল (১৭) আপন চাচাত বোন ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে পার্শ¦বর্তী ধানক্ষেতে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনা জানাজানি হয়ে পড়লে স্থানীয়ভাবে শুরু হয় আপোসরফার নামে চালবাজি। ওই অবস্থায় শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে মূল ঘটনা গোপন রেখে একই দিন রাত ৯টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে হাসপাতালে ওই শিশুর পাশে থাকা তার মা অভিযোগ করে বলেন, ‘নিজেদের মধ্যে ঘটনা’ এ কথা বলে ধর্ষকের পরিবার ঘটনাটি আপোস-মীমাংসার নামে ধামাচাপার চেষ্টা করে। কিন্তু ওই ধর্ষিতার অবস্থার অবনতি ঘটলে তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মোবারক হোসেন জানান, ধর্ষণের কথা গোপন রেখে দুর্ঘটনাজনিত আঘাতের কথা বলে ওই শিশুকে ভর্তি করা হলেও পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণজনিত আঘাত ধরা পড়ে। ধর্ষণের পর প্রচুর রক্তপাত হয়েছে এবং আঘাতজনিত স্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে। লালমনিরহাটে মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৯ এপ্রিল ॥ শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সফুরা বেগম রুমী এমপি। প্রধান অতিথি ছিলেন মোতাহার হোসেন এমপি। সম্মেলনে এ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে সভাপতি, বেগম জিল্লে আরশে এলাহীকে সাধারণ সম্পাদক ও ইয়াসমিন বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
×