ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে এক সপ্তাহে মোবাইল প্রেমের ১০ জুটির বিয়ে

প্রকাশিত: ০৪:২৩, ১০ এপ্রিল ২০১৬

বরিশালে এক সপ্তাহে মোবাইল প্রেমের ১০ জুটির বিয়ে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর আবাসিক হোটেলগুলোতে তরুণ-তরুণীর বিয়ের হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে পুলিশের অভিযানে আটক ১০ প্রেমিক জুটির বিয়ের ঘটনা ঘটেছে। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক অতঃপর দেখা করার জন্য নগরীতে এসে প্রেমিক জুটি স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত্রি যাপন করছেন আবাসিক হোটেলগুলোতে। সূত্রমতে, সর্বশেষ গত সপ্তাহে নগরীর বিবির পুকুরের পূর্বপাড়ের আবাসিক হোটেলে রাত্রীযাপন করে ভোলার প্রেমিক জুটি। রাত বারোটার দিকে ওই হোটেলে অভিযান চালায় কোতোয়ালি মডেল থানার পুলিশ। প্রেমিক জুটিকে আটকের পর খবর দেয়া হয় উভয় পরিবারের অভিভাবকদের। পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে ওই প্রেমিক জুটির বিয়ে হয়। এর পূর্বে গীর্জামহল্লার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ প্রেমিক জুটি বরগুনার ছেলে ও মেহেন্দিগঞ্জের মেয়েকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদের বিয়ে হয়। ফলপট্টি পার্ক বাংলা, গীর্জামহল্লার ইসলামিয়া, দক্ষিণ চকবাজারের হোটেল বরিশালসহ একাধিক আবাসিক হোটেলে প্রায় প্রতিদিনই স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে রাত্রিযাপন করছেন স্কুল ও কলেজ পড়ুয়া তরুণ-তরুণীসহ প্রেমিক জুটি। থানা পুলিশ গত এক সপ্তাহে এসব হোটেলে অভিযান চালিয়ে ১০ প্রেমিক জুটির বিয়ে দিয়েছে। প্রথম রাজধানী দিবসের স্বীকৃতি আদায়ে কর্মসূচী নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ৯ এপ্রিল ॥ বাংলাদেশের প্রথম রাজধানী দিবস ১০ এপ্রিল। মুক্তিযুদ্ধকালীন প্রথম রাজধানী দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে চুয়াডাঙ্গা প্রথম রাজধানী বাস্তবায়ন পরিষদ রবিবার দিবসের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের হবে। বেলা ১১টায় মুক্তমঞ্চে ‘চুয়াডাঙ্গা প্রথম রাজধানী- স্বীকৃতি চাই’ শীর্ষক আলোচনা সভা। বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ মূলক আলোচনা ‘২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল আমার স্মৃতিতে চুয়াডাঙ্গা’। সন্ধ্যা সাড়ে ছয়টায় একই স্থানে পরিবেশিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান, ভিডিও প্রদর্শন।
×