ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছে ইন্দোনেশিয়ার কাবাব তুর্কি

প্রকাশিত: ০৪:২১, ১০ এপ্রিল ২০১৬

ঢাকায় আসছে ইন্দোনেশিয়ার কাবাব তুর্কি

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বিশ্বখ্যাত কাবাব তুর্কি এবার আসছে ঢাকায়। একই সঙ্গে রাজধানীর দশটি স্থানে আউটলেট হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার এই কাবাব কোম্পানির। শনিবার এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এবং বাবা রাফি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হেন্দি সেতিয়োনো চুক্তিতে স্বাক্ষর করেন। ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেইলি সানের কনফারেন্স রুমে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকার বনানী, গুলশান, ধানম-ি, বেইলি রোড, বসুন্ধরা সিটি, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক ঘেঁষে কাবাব তুর্কির আউটলেট খোলা হবে। প্রাথমিক পর্যায়ে ১০টি আউটলেটের মাধ্যমেই যাত্রা করবে কাবাব তুর্কি। বর্তমানে সারাবিশ্বে প্রায় ১২০০ আউটলেট রয়েছে কাবাব তুর্কির। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, শ্রীলঙ্কা, চীন, নেদারল্যান্ডসহ আরও কয়েকটি দেশে রয়েছে তাদের কাবাব। এবার স্বনামধন্য বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বাংলাদেশেও যাত্রা শুরু করছে কাবাব তুর্কি। জনবহুল এই দেশে কাবাব তুর্কি মানুষের মন কাড়বে বলে প্রত্যাশা করেন তারা। এর ফলে প্রচুর মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাবা রাফি’র আন্তর্জাতিক ব্যবস্থাপক পোয়েত্রো লিগাদ ওয়ান্দরিরোসহ উভয় গ্রুপের উর্ধতন কর্মকর্তারা।- বিজ্ঞপ্তি যত্নের অভাবে... রাজধানীর ওসমানী উদ্যানে তৈরি মুক্তিযুদ্ধের নিদর্শনগুলো যত্নের অভাবে অবহেলিত অবস্থায় পড়ে আছে। জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলো রক্ষণাবেক্ষণে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। ছবিটি জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রীর শেকল বাঁধা গ্লাস পানি খাওয়ার গ্লাসগুলো যেন কেউ চুরি করে নিতে না পারে সেজন্য শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দৃশ্যটি কমলাপুর রেলস্টেশনের যাত্রী ছাউনির। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কে এইচ জসিম
×