ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু অধিকার রক্ষায় সরকার যথেষ্ট আন্তরিক ॥ চুমকি

প্রকাশিত: ০৪:২০, ১০ এপ্রিল ২০১৬

শিশু অধিকার রক্ষায় সরকার যথেষ্ট আন্তরিক ॥ চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, আধুনিক ও সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে সবার উপরে শিশুকে মর্যাদা দিতে হবে। যেদিন আমরা দেশের প্রত্যেকটি শিশুকে ভি ভি আই পির মর্যাদা দিতে পারব, সেদিনই কেবল আমরা উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতে পারব। সরকার শিশু অধিকার রক্ষায় যথেষ্ট আন্তরিক। সরকারের পাশাপাশি সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে শিশুদের অধিকার রক্ষায়। ধনীরা যে পরিমাণ অর্থ অপচয় করে, তা পথশিশুদের উন্ননে ব্যয় করলে পথশিশু নামে কিছু থাকবে না। তিনি শনিবার রাজধানীর নারিন্দায় দাদাভাই একাডেমীতে বিশিষ্ট শিশু সাহিত্যিক, কচি কাঁচার মেলার প্রথম পরিচালক, সওগাত প্রেস ও ‘সাপ্তাহিক বেগম’র পরিচালক রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দাদাভাই পুরস্কার ২০১৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন। অনুষ্ঠানে ক, খ ও গ এই তিনটি গ্রুপে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী । -বিজ্ঞপ্তি ব্র্যাক চিকেন জাতীয় সার্ফিং প্রতিযোগিতা উদ্বোধন ২১ এপ্রিল বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের (বিএসএ) উদ্যোগে ব্র্যাক চিকেন ‘২য় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা’ আগামী ২১ এপ্রিল কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শুরু হবে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ২৩ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পরিচালক তৌফিকুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, জেলা পুলিশ সুপার এবং টুরিস্ট পুলিশ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। শনিবার দুপুরে ঢাকার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশীদ এমপি, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম লিটন, সহসভাপতি মোঃ জেহাদ উদ্দিন ও জামাল রানা। -বিজ্ঞপ্তি
×