ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবারের বাজেট হবে বিনিয়োগবান্ধব ॥ এনবিআর চেয়ারম্যান

প্রকাশিত: ০৪:১৭, ১০ এপ্রিল ২০১৬

এবারের বাজেট হবে বিনিয়োগবান্ধব ॥ এনবিআর চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার চট্টগ্রামে দুই চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেট হবে বিনিয়োগবান্ধব ও সৎ ব্যবসায়ীদের জন্য অনুপ্রেরণাদায়ী। তিনি বলেন, আসন্ন বাজেটে করের বোঝা না বাড়িয়ে আওতা বৃদ্ধি করাকে প্রাধান্য দেয়া হবে। ষষ্ঠ থেকে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উত্তরণ হিসেবে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন আগামী বাজেটের অন্যতম লক্ষ্য। আগামী পাঁচ বছর মধ্যম আয়ের ধারা অব্যাহত রাখা এবং পরবর্তী বিশ বছরে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকারের ভিশন-২০২১, ২০৪১ বাস্তবায়ন বর্তমান সরকারের অগ্রাধিকার। এর সঙ্গে সামঞ্জস্য রেখে অনুপ্রেরণাদায়ী বাজেট প্রণয়ন করা হবে। এর আগে সভার সূচনা বক্তব্যে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম সংস্থার প্রেরিত শুল্ক সংক্রান্ত ১৪২, ভ্যাট সংক্রান্ত ২১ ও আয়কর সংক্রান্ত ৫৫টিসহ মোট ২১৮টি প্রস্তাবনার কথা উল্লেখ করেন। তিনি করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, পাবলিকলি ট্রেডেট কোম্পানির কর ২২ দশমিক ৫ শতাংশ এবং প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ, অনাকাক্সিক্ষত সারচার্জ না করা, ঘরভাড়া ব্যাংকে জমা রাখার বিধান বাতিল করা, পর্যালোচিত মূসক আইন পর্যালোচনায় সকল পর্যায়ের ব্যবসায়ীদের সম্পৃক্ত করা, ইনভয়েজ ভ্যালু অনুযায়ী এ্যাসেসমেন্ট করা, ভিলেট আমদানিতে শুল্ক আরোপ করাসহ বেশকিছু প্রস্তাবও উপস্থাপন করেন। এ অনুষ্ঠানে চেম্বার পরিচালক মাহজারুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, মোঃ অহিদ সিরাজ চৌধুরী, আলহাজ মোঃ সিরাজুল ইসলাম, মাহবুবুল হক চৌধুরী, মোঃ আনোয়ার শওকত আফসার, সরোয়ার হাসান নিজামী, মোঃ জাহেদুল হক, মোঃ আরিফ ইফতেখার প্রমুখ বক্তব্য রাখেন। মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে ॥ এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করেন। মেট্রোপলিটন চেম্বারের পক্ষ থেকে নেতৃবৃন্দ অনলাইনের মাধ্যমে টিআইএন ইস্যু করার নিয়ম চালু করাকে প্রশংসনীয় বলে উল্লেখ করে এর সঙ্গে সঙ্গতি রেখে অনলাইনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন দাখিলপরবর্তী ট্যাক্স প্রদান সার্টিফিকেট পাওয়ার প্রস্তাব দেন। নেতৃবৃন্দ বলেন, ১৬ কোটি জনগোষ্ঠীর মধ্যে মাত্র ১ শতাংশ কর প্রদানকারী। লাখ লাখ সরকারী এবং রাষ্ট্রায়ত্ত খাতে চাকরিরত কর্মকর্তার মধ্যে মাত্র ৫০ হাজার ট্যাক্স প্রদান করেন। নিবন্ধের মাত্র ৯ শতাংশ ভ্যাট প্রদানকারীর সংখ্যাও অগ্রহণযোগ্য। নেতৃবৃন্দ বলেন, নির্দিষ্ট হারের পরিবর্তে ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদান কার্যকর হলে ক্ষুদ্র ব্যবসায়ী ও এসএমই খাত প্রসার বাধাগ্রস্ত হবে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেট্রোপলিটন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন আকবর আলী, এএম মাহবুব চৌধুরী, পরিচালক মোঃ আবদুস ছালাম প্রমুখ।
×