ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর কারখানা পরিদর্শনে রেলের মহাপরিচালক

চট্টগ্রাম-দিনাজপুর-রংপুর সরাসরি ট্রেন চলবে

প্রকাশিত: ০৪:১৬, ১০ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম-দিনাজপুর-রংপুর সরাসরি ট্রেন চলবে

তাহমিন হক ববী, নীলফামারী ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল-সবুজে রাঙানো ২৭০টি রেলকোচ যুক্ত হচ্ছে বাংলাদেশে রেলওয়েতে। এজন্য স্টিলের বিলাসবহুল নতুন এই রেলকোচগুলো আমদানি করা হয়েছে ইন্দোনেশিয়া ও ভারত থেকে। ভারত থেকে আমদানি করা ১২০টি ব্রডগেজ কোচের মধ্যে দুই দফায় ৪০টি কোচ ইতোমধ্যে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌঁছেছে। অপরদিকে ইন্দোনেশিয়া থেকে ১৭০টি কোচের মধ্যে মিটারগেজের ১৫টি কোচ আগামী ২২ এপ্রিলের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে ওই কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেয়া হবে। ইন্দোনশিয়া থেকে যে ১০০টি মিটারগেজ লাইনের বিলাসবহুল কোচ আসছে তা দিয়ে এবার রেলওয়ের নতুন রুট চালু করা হবে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দিনাজপুর ও রংপুর ট্রেন চলবে। রেল ভ্রমণে যাত্রীসেবা বৃদ্ধির জন্য সদ্য ভারত থেকে আমদানিকৃত রেলকোচ পরিদর্শনকালে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন এসব কথা জানালেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত রেলওয়ে কারখানায় রাখা ৪০টি নতুন ভারতীয় রেলকোচ পরিদর্শন করেন। এ সময় তিনি ভারত থেকে আমদানিকৃত রেলকোচের সিস্টেম ও চলাচলের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারত হতে আসা ভারতীয় রেলওয়ের একটি প্রকৌশলী দলের সঙ্গে কথা বলেন। ভারতীয় দলটি রেলকোচগুলোর ওজনক্ষমতা, কারিগরি উপযুক্ততা ও অন্যান্য যান্ত্রিক কর্মক্ষমতা পরীক্ষা করছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো কমিশনিং করা হবে। ভারতীয় রেলওয়ের প্রতিনিধি দলটি রেলওয়ের যান্ত্রিক ও বৈদ্যুতিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেবে। সম্ভব হলে বাংলা নববর্ষে ভারত থেকে দুই দফায় আসা ৪০টি রেলকোচের মধ্যে কমপক্ষে একটি বা দুটি ট্রেন চালানো হতে পারে। তবে তা চূড়ান্ত করা হয়নি। তবে আগামী জুন মাস থেকে বাংলাদেশ রেলের বহর হবে লাল-সবুজে রাঙানো। এ সময় রেলওয়ে মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন- রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (আরএস) সামছুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) হাবিবুর রহমান, রেলওয়ের প্রধান প্রকৌশলী, রেলওয়ের প্রধান প্রকৌশলী (ইলেট্রিক), প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিজি খায়রুল আলম, রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী ইফতেখার আহমদ, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন, কেন্দ্রীয় রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন প্রমুখ।
×