ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৩৫০ প্রতিষ্ঠান নিষিদ্ধ করল সেবি

প্রকাশিত: ০৪:১৪, ১০ এপ্রিল ২০১৬

১৩৫০ প্রতিষ্ঠান নিষিদ্ধ করল সেবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে আস্থা বাড়াতে আরও কঠোর হয়েছে ভারত। এ ধারাবাহিকতায় ১৩৫০ প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। স্টক এক্সচেঞ্জের প্ল্যাটফর্মের অপব্যবহার করে বাজারে কারসাজি করার অভিযোগে এসব প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার একজন উর্ধতন কর্মকর্তার বরাত দিয়ে সম্প্রতি ইকোনমিক টাইমসের এক খবরে এসব তথ্য জানানো হয়েছে। এদিকে, স্টক একচেঞ্জগুলোও পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রায় ২০০ কোম্পানির শেয়ার লেনদেন সাময়িক স্থগিত করেছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, সেবি ও স্টক এক্সচেঞ্জের যৌথ পরিচালনায় এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ও সততা বাড়াতে কাজ করে যাচ্ছে সেবি। এতে করে পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের অংশ গ্রহণ বাড়বে বলে মনে করে তারা। তবে এই ১৩৫০ প্রতিষ্ঠানের তালিকায় কারা অন্তর্ভুক্ত আছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এর কদিন আগেও কৃত্রিম দর সৃষ্টি করে অবৈধভাবে মুনাফা অর্জনের অভিযোগে পুঁজিবাজারে ২৪৬ প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে সেবি। মূলত, এর সঙ্গে জড়িত ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত গাড়ি খাতের কোম্পানি কৈলাশ অটোসের শেয়ার। নিষিদ্ধ হওয়া এসব প্রতিষ্ঠানের মধ্য ছিল কৈলাশ অটো ফাইন্যান্স ও এর প্রোমোটর কোম্পানি শ্রী করনি এক্সপোর্ট প্রাইভেট লিমিডেড, রাধাশ্যাম ডিলট্রেড প্রাইভেট লিমিটেড ও বিল্ড কন ফাইন্যান্স।
×