ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লোহিত সাগরে সেতু নির্মাণের ঘোষণা সৌদি আরবের

প্রকাশিত: ০৪:১৩, ১০ এপ্রিল ২০১৬

লোহিত সাগরে সেতু নির্মাণের ঘোষণা সৌদি আরবের

লোহিত সাগরের ওপর সেতু নির্মাণ করে সৌদি আরব ও মিসরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। মিসরের রাজধানী কায়রো সফররত সৌদি বাদশা সালমান শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। সেতুটি দুই মিত্রদেশের বাণিজ্যে গতি আনবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি আমার ভাই প্রেসিডেন্ট আবদুল ফাত্তা, আল সিসির সঙ্গে দুই দেশের মধ্যে একটি সেতু নির্মাণের বিষয়ে একমত। তিনি আরও বলেন, আফ্রিকা ও এশিয়া এই দুই মহাদেশকে সংযুক্ত করার এই ঐতিহাসিক পদক্ষেপ এমন একটি যুগান্তকরী পরিবর্তন আনবে যা দুই মহাদেশের বাণিজ্য বৃদ্ধিকে নজিরবিহীন পর্যায়ে নিয়ে যাবে। প্রেসিডেন্ট সিসি বলেন, আরবদের যৌথ উদ্যোগের পথে এটি (সেতু) একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। সেতুটির নামকরণ সৌদি বাদশার নামে করা হবে বলে জানিয়েছেন মিসরীয় প্রেসিডেন্ট। -বিবিসি ধাতব ফোমে ধ্বংস হবে বুলেট যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এক ইঞ্চি পুরুত্বের একটি কম্পোজিট মেটাল ফোমস (সিএমএফ) উদ্ভাবন করেছেন। এই ধাতব ফোম এত শক্ত যে, এটি বর্মভেদী বুলেটকে ধুলায় পরিণত করতে সক্ষম। সিএমএফ থেকে পরবর্তী প্রজন্মের প্রতিরক্ষা বর্ম তৈরি করা যাবে। -স্কাই নিউজ সবচেয়ে বিলাসবহুল হোটেল ‘দ্য থার্টিন’ ম্যাকাওয়ের ধনকুবের স্টিফেন হাংয়ের তৈরি ‘দ্য থার্টিন’ বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল। এক রাত কাটাতে হলে ব্যয় করতে হবে ৭০ হাজার পাউন্ড। প্রতিটি রুম তৈরি করতে খরচ হয়েছে ৭০ লাখ ডলার। হোটেলটিতে ২শ’টি রুম রয়েছে। সবচেয়ে ছোট স্যুটটি ২০০০ বর্গফুটের ভিলা দু কোৎ। সবচেয়ে বড়টির আয়তন ৩০ হাজার বর্গফুটের ভিলা ডি স্টিফেন। প্রতিটি রুমে রয়েছে একটি মার্বেলের ‘রোমান বাথ’। অতিথিদের জন্য থাকবে একজন ২৪ ঘন্টার ‘রুম এ্যাটেনডেন্ট’ এবং যাতায়াতের জন্য থাকবে রোলস রয়েস ফ্যান্টম। চলতি গ্রীষ্মেই হোটেলটি খুলে দেয়া হবে। -গার্ডিয়ান
×