ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যান্টারবেরির বিশপ ডিএনএ পরীক্ষায় পেলেন আসল বাবার পরিচয়

প্রকাশিত: ০৪:১২, ১০ এপ্রিল ২০১৬

ক্যান্টারবেরির বিশপ ডিএনএ পরীক্ষায় পেলেন আসল বাবার পরিচয়

ব্রিটেনের ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি (৬০) জন্ম থেকে যাকে বাবা জেনে আসছিলেন তিনি আসলে তার বাবা নন। আর্চবিশপ জাস্টিন ওয়েলবি চার্চ অব ইংল্যান্ডের নেতা এবং সারা বিশ্বের এ্যাংলিকান খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু। খবর বিবিসির। ডিএনএ পরীক্ষায় আর্চবিশপ ওয়েলবি জানতে পারেন, গ্যাভিন ওয়েলবি নন, তার আসল বাবা হলেন- ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একান্ত সচিব এ্যান্থনি মনটেগ ব্রাউন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ আর্চবিশপের পিতৃপরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করার পর জাস্টিন ওয়েলবি ডিএনএ টেস্ট করিয়ে আসল জন্মপরিচয় সম্প্রতি জানতে পারেন। এক বিবৃতিতে ওয়েলবি জানান, গত মাসেই আমি জানলাম, এতদিন ধরে যাকে আমি বাবা ডেকে আসছি, সেই গ্যাভিন ওয়েলবি আমার বাবা নন। আমার আসল বাবা প্রয়াত স্যার এ্যান্থনি মনটেগ ব্রাউন। এ কথা জেনে আমি নিজে পুরোপুরি ‘হতভম্ব’ হয়ে পড়েছি। আর্চবিশপ জাস্টিন ওয়েলবির মা লেডি উইলিয়ামস অব এলভেল স্বীকার করেছেন, গ্যাভিন ওয়েলবির সঙ্গে বিয়ের আগে চার্চিলের সহকারী এ্যান্থনি ব্রাউনের সঙ্গে তার সম্পর্ক ছিল। এমনকি দু’জনের মধ্যে শারীরিক সম্পর্কের কথাও স্বীকার করেন লেডি উইলিয়াম। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) একটি ইঞ্জিনের সফল পরীক্ষা চালিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ে পরমাণু অস্ত্রের আঘাত আনার নিশ্চয়তা পাওয়া যাবে। পিয়ংইয়ং শনিবার এ কথা বলেছে। পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে বলে পিয়ংইয়ং যেসব দাবি করে আসছে, এ সাম্প্রতিকতম পরীক্ষাটি তাদেরই সর্বশেষ। বাইরের বিশেষজ্ঞরা এসব দাবির কোন কোনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। -এএফপি
×