ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বার্ষিক উইমেন ইন দ্য ওয়ার্ল্ড সামিটে সাবেক ফার্স্ট লেডির ইঙ্গিত

ট্রাম্প নয়, হিলারিকে ভোট দিতে পারেন লরা বুশ

প্রকাশিত: ০৪:১২, ১০ এপ্রিল ২০১৬

ট্রাম্প নয়, হিলারিকে ভোট দিতে পারেন লরা বুশ

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ইঙ্গিত দিয়েছেন যে, তিনি রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের বদলে ডেমোক্র্যাটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনকে ভোট দিতে পারেন। লরা বলেন, তিনি এমন একজনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান যিনি আফগানিস্তানের নারীদের নিয়ে চিন্তাভাবনা করবেন। খবর টেলিগ্রাফের। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের দৌড়ে হিলারিই একমাত্র নারী প্রার্থী। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় চারবার আফগানিস্তান সফর করেছেন। নিউইয়র্কে আয়োজিত বার্ষিক ওমেন ইন দ্য ওয়ার্ল্ড সামিটে ৬৯ বছর বয়সী লরা এ কথা বলেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নারী ব্যবসায়ী নেতা, প্রচারকর্মী ও রোলমডেলরা অংশ নেন। তিন দিনের এই সম্মেলন যুদ্ধের সময় ও দমনমূলক শাসকের অধীনে নারী অধিকার রক্ষার বিষয়ে হলেও সেখানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কর্মসূচী নিয়েই বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে ট্রাম্পের নারীবিদ্বেষী কুশ্রী মন্তব্য নিয়ে। তবে লরা কোন এক প্রার্থীকে সমর্থন বা নিন্দা না করার বিষয়ে সতর্ক ছিলেন। আফগান নারীদের নিয়ে লেখা তার একটি বই সম্প্রতি প্রকাশিত হয়েছে। এই নারীরা ডব্লিউ বুশ ইনস্টিটিউটের সঙ্গে সম্পৃক্ত। লরা ইঙ্গিত দিয়েছেন, তিনি ক্রমবর্ধমান এস্টাবলিশমেন্ট রিপাবলিকান গ্রুপের একজন, যারা সাধারণ নির্বাচনে ট্রাম্পের পরিবর্তে যে কাউকে এমনকি হিলারিকে ভোট দিতে পারেন। তিনি বলেছেন, আমি আমাদের পরবর্তী প্রেসিডেন্ট চাই। তিনি যেই হোন না কেন, যিনি আফগান নারীদের নিয়ে চিন্তাভাবনা করবেন এবং যিনি মার্কিন নীতি এগিয়ে নেয়া অব্যাহত রাখবেন। একটি দেশ হিসেবে আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা আমরা অব্যাহত রাখব। আমি প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে চাই যিনি আমাদের ইতিহাসের দিকে মনোযোগ দেবেন এবং জানবেন আগে কী হয়েছিল এবং বিশেষভাবে জানতে হবে যে, কিভাবে সারাবিশ্বে আমরা ভাল কিছু করা অব্যাহত রেখেছি। মঞ্চে তার দুই মেয়ে জেনা বুশ ও বারবারা বুশ উপস্থিত ছিলেন। মিলনায়তনভর্তি দর্শকের অনেকেই লরার এই মন্তব্য ট্রাম্পের প্রতি সমালোচনা বলেই মনে করেছেন। ট্রাম্পের পররাষ্ট্রনীতি পরিকল্পনা বিচ্ছিন্নতাবাদী ও দুর্বল বলে সমালোচিত হয়েছে। অপরদিকে রিপাবলিকান দলের অপর মনোনয়নপ্রত্যাশী সিনেটর টেড ক্রুজ স্পষ্ট করে বলেছেন, আফগানিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোন ভূমিকা নেই। অপরদিকে লরার আফগানবিষয়ক বইয়ের প্রচ্ছদ লেখকদের একজন হিলারি। তিনি লিখেছেন, এক দশকের বেশি সময় ধরে লরা বুশ আফগানিস্তানের নারীদের মিত্র ও প্রবক্তা হিসেবে কাজ করছেন। বিশেষ করে আফগান নারীদের দাবি-দাওয়ার প্রতি সবাই যাতে মনোযোগী হয় তা নিশ্চিত করতে কাজ করছেন তিনি। সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেনা বুশ, আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান ক্রিস্টিনা লেগার্ড, আল শাবাবের বিরুদ্ধে সোমালীয় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন ইমান এলমান, প্রবীণ ব্রিটিশ সাংবাদিক ও এই সম্মেলনের আয়োজক টিনা ব্রাউন এবং আমেরিকার মাদার্স ক্যাম্পেন ফর গান রির্ফম। এই মায়েরা সহিংসতায় তাদের সন্তান হারিয়েছেন।
×