ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পহেলা বৈশাখে উন্মুক্ত স্থানে ৫টার পর অনুষ্ঠান করা যাবে না ॥ পুলিশপ্রধান

প্রকাশিত: ০৯:০৩, ৯ এপ্রিল ২০১৬

পহেলা বৈশাখে উন্মুক্ত স্থানে ৫টার পর অনুষ্ঠান করা যাবে না ॥ পুলিশপ্রধান

স্টাফ রিপোর্টার ॥ পুলিশপ্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, পহেলা বৈশাখে বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। উন্মুক্ত স্থানে কেউ কোন অনুষ্ঠান করলে এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় পুলিশ নেবে না। উত্তরা ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। শুক্রবার বিকেলে ডিএমপি উত্তরা জোনে এই অনুষ্ঠানের আয়োজন করে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিম উদ্দিন হত্যার বিষয়ে আইজিপি বলেন, এই ঘটনা দুটি এখন জাতীয় ইস্যু। এর রহস্য উদ্ঘাটন ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। খুব দ্রুত হত্যার মোটিভ উদ্ঘাটন হবে। উত্তরা জোনের উপ-পুলিশ কমিশনার বিধান ত্রিপুরার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।
×