ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাইবার হুমকি মোকাবেলায় নিরাপত্তা জোরদারে যুদ্ধাবস্থায় আছি ॥ মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রধান

প্রকাশিত: ০৮:০৯, ৯ এপ্রিল ২০১৬

সাইবার হুমকি মোকাবেলায় নিরাপত্তা জোরদারে যুদ্ধাবস্থায় আছি ॥ মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক প্রধান

বিডিনিউজ ॥ সাইবার হুমকি মোকাবেলায় নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ‘যুদ্ধাবস্থার’ মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলি। হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাটের প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ মন্তব্য করেন। ফেব্রুয়ারির শুরুতে ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংক পাঠানো হয়। রিজল ব্যাংকের চারটি এ্যাকাউন্ট থেকে ওই অর্থ ক্যাসিনোর জুয়ার টেবিলে হাতবদল হয়ে ফিলিপিন্সের মুদ্রা ব্যবস্থায় মিশে যায় বলে স্থানীয় পত্রিকাগুলো খবর প্রকাশ করে। ওই ঘটনার প্রায় দুই মাসের মাথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রথম কোন বক্তব্য দিলেন ব্যাংকটির প্রেসিডেন্ট। উইলিয়াম ডুডলি বলেন, এই বিষয়টি (রিজার্ভ চুরি) তাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। সাইবার নিরাপত্তা ঝুঁকি ইস্যুতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক সর্বোচ্চ মনোযোগী বলেও জানান তিনি।
×