ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেজা নওফল হায়দার

মজা করতে করতে ক্যাম্পাসে বসেই তৈরি করে ফেললাম একটি ই-কমার্স সাইট ॥ অদম্য তারুণ্য

প্রকাশিত: ০৭:৩৪, ৯ এপ্রিল ২০১৬

 মজা করতে করতে ক্যাম্পাসে বসেই তৈরি করে ফেললাম একটি ই-কমার্স সাইট ॥ অদম্য তারুণ্য

২০১২ সালের মাঝামাঝির দিকে তখন আমরা ২য় বর্ষে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে। তখনই মাথায় আসে কিছু একটা করা দরকার। আর সেই করা দরকারটাই হয়ে গেল বেশ মজার। ক্যাম্পাস থেকেই বন্ধুরা মিলে প্রায়ই খেতে বের হতাম। সেই ঐতিহ্যের পুরান ঢাকায়। কিন্তু পথের বাধা, আটকে দিত ক্যাম্পাসের আনন্দকে। রাস্তার জ্যাম ঠেলে ঠিক রাস্তায় ঘুরে পছন্দের খাবারের খোঁজে যখন রেস্টুরেন্টে এসে পৌঁছতাম, তখন আর যাই হোক মনের মজাটা কর্পুরের মতো উবে যেত। কারণ ঐ একটাই, সময়ের অতিমাত্রা আর তার সঙ্গে থাকত পছন্দের রেস্টুরেন্ট সম্পর্কে না জানা। একটি ক্ষোভ বার বার আমরা ঝাড়তাম শহীদুল্লাহ হলের সেই রহস্যময়ী পুকুরপাড়ে। যাই হোক তখন খুব কাছের কয়জন বন্ধু মিলে ভাবলাম খাবারের খোঁজখবর আর স্বাদ মিলিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলি। নামও যুৎসই রেখে দিলাম কযধনড়শড়র.পড়স তারপর নিজেরাই নিজেদের ক্যাম্পাসের বন্ধুদের মাঝে প্রচার করতে থাকলাম। এমনটাই বলছিল দেশের বেশ জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট করহনড়শড়র.পড়স-এর একজন প্রতিষ্ঠাতা মুকশিতুল এম তানিম হাসান। খাবার দাবারের ওয়েবসাইটটা বেশ সাড়া ফেলেছিল ক্যাম্পাসে। আর তখন সঙ্গে ছিল আসিফ ইমতিয়াজ, মশিউর রহমান, সাদিদ খান। কিন্তু অভিজ্ঞতার কারণে সামলে উঠতে পারিনি। তাই ধপাস, কিন্তু আলোচনা হয়েছিল ব্যাপক। আর সেই পথচলায় আমাদের পরিচিত এক বড় ভাইয়ের সাহায্যে নতুনভাবে দেশের বিশাল পরিধির মধ্যে ব্যবসা করার জন্য তৈরি করলাম অনলাইন ই-কমার্স সাইট করহনড়শড়র.পড়স আজ এই প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার বাইরেও বেশ প্রসিদ্ধ। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ক্রেতারা তাদের পছন্দ মতো অর্ডার দিচ্ছেন আর তাদের পছন্দের পণ্য (মূলত গার্মেন্টস বা তৈরি পোশাক) ফ্রি ডেলিভারিতে চলে যাচ্ছে। ক্রেতারা উপভোগ করছেন রাজধানীর গাউছিয়া, নিউমার্কেট ও নামকরা সব ফ্যাশন হাউসগুলোর সর্বশেষ ডিজাইনের পোশাক। আরও থাকছে ভারতীয় ও পাকিস্তানী পোষাক। এই কেনাকাটায় শুধু থাকছে না ভিড়, ঠেলাঠেলি আর অযথা সময় নষ্ট করার ট্রাফিক জ্যাম। করহনড়শড়র.পড়স প্রধানত যে কাজটি করছে সেটি হলো ক্রেতারা তাদের পণ্য পাবার পর টাকা পরিশোধ করছেন সামনাসামনি। এছাড়াও পণ্যের গুণগতমান একশ’ভাগ নিশ্চয়তা প্রদান করছে এই প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি দেশের অন্য ই-কমার্স সাইট থেকে একটু ভিন্ন তা হলো তারা ক্রেতাদের ইচ্ছাকে প্রাধান্য দেন। ক্রেতারা যদি উল্লিখিত পণ্যটি পাবার পর পছন্দ না করেন তাহলে সহজেই ফেরত দিতে পারবেন। আর পণ্য ক্রয়ে ইলেকট্রনিক সকল সুবিধা তো থাকছেই। এভাবেই এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে পড়া একদল স্বপ্নবাজ তরুণ। সেই স্বপ্নবাজ তরুণ দলের একজন সাদিদ জনকণ্ঠকে জানান, বিভিন্ন সময়ে করহনড়শড়র.পড়স বিভিন্ন অফার দিয়ে থাকে। তারই রেশ ধরে চলছে বৈশাখী অফার। এছাড়াও ফেসবুকে চলছে প্রচারণা। আছে একটি লাইক পেজ করহনড়শড়র.পড়স-এর মাধ্যমে ফেসবুক পেজ থেকে পণ্য কিনতে পারবেন সবাই।
×