ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হেইলি সুকায়ামা

এ্যাপলের নতুন আইফোন আইপ্যাড

প্রকাশিত: ০৭:৩৪, ৯ এপ্রিল ২০১৬

এ্যাপলের  নতুন  আইফোন আইপ্যাড

এ্যাপল তার নতুন দুটি পণ্য বাজারে ছেড়েছে। একটি হলো আইফোনের ক্ষুদ্রতর সংস্করণ আইফোন এসই। অন্যটি আইপ্যাড প্রো। গত ৩১ মার্চ থেকে এগুলো ক্রেতাদের হাতে এসেছে। আইফোন এসইতে শীর্ষ সারির স্মার্টফোনগুলোর অনেক বৈশিষ্ট্যই আছে। যেমন ৪কে ভিডিও ধারণ ও লাইভ ফটো তোলার ক্ষমতা। এটি আকারে ছোট। ৪ ইঞ্চি। গত বছর প্রায় তিন কোটি লোক ছোট আকারের ফোন কিনেছে লক্ষ্য করে কোম্পানি এমন ছোট সাইজের আইফোন বের করেছে। ছোট সাইজে ফিরে যাওয়ার পেছনে এ্যাপলের বিবিধ উদ্দেশ্য কাজ করেছে। একটা হলো স্যামসাং, এলজি, এমনকি খোদ এ্যাপলের পণ্যে উত্তরোত্তর বড় আকারের যে স্ক্রিন অফার করা হচ্ছে আইফোন এসই হতে পারে তার উঁচু-প্রান্তিক বিকল্প। যাদের কাছে নতুন ফোনগুলো বড্ড বেশি বড় মনে হয়, সম্ভবত তাদের কাছে এর চাহিদা থাকবে। এসই’র দাম ১৬ গিগাবাইটের ৩৯৯ ডলার আর ৬৪ গিগাবাইটের মডেলের দাম ৪৯৯ ডলার। নতুন আইফোন ভারত ও চীনের মতো বৈদেশিক বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এ্যাপলের আরেক নতুন পণ্য আইপ্যাড প্রো। সাধারণ আইপ্যাড যে সাইজের হয় এটিও তেমনইÑ ৯ দশমিক ৭ ইঞ্চি। গত বছর এ্যাপল ১২ দশমিক ৯ ইঞ্চির যে মডেলটি চালু করেছিল সেটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাহলে স্বাভাবিক সাইজের নতুন আইপ্যাড কেন বের করা হলো? এ্যাপলের এক সিনিয়র মার্কেটিং কর্মকর্তা বলেন, এমন অনেক ক্রেতা আছেন যারা তাদের বর্তমান ল্যাপটপের বদলে নতুনটা কিনতে চান। এ্যাপল বিশেষ করে উইন্ডোজ ব্যবহারকারী সেসব ক্রেতাকে টার্গেট করেছে যাদের পিসি পাঁচ বছরের বেশি পুরাতন। আইপ্যাড প্রো’র বৈশিষ্ট্য হলোÑ এতে আছে ‘ট্রুুটোন’ ডিসপ্লে যা চারপাশের আলোর অস্তিত্ব অনুভব করে স্ক্রিনের রঙে এমন সমন্বয় ঘটাবে যাতে সেটা যতখানি সম্ভব বাস্তব বলে মনে হয়। এর দাম ৫৯৯ ডলার, যেখানে ১২ দশমিক ৯ ইঞ্চি মডেলের দাম ৭৯৯ ডলার। বিক্রির দিক দিয়ে আইপ্যাড প্রো তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট সারফেস প্রোকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে। এ্যাপল ২০ লাখেরও বেশি ইউনিট আইপ্যাড প্রো জাহাজযোগে বিদেশে পাঠিয়েছে, যেখানে সারফেস প্রো পাঠানো হয়েছে ১৫ লাখের নিচে। বলাবাহুল্য, ট্যাবলেটের বাজার বেশ কয়েক মাস যাবত বেশ দুর্বল। এর বিক্রির প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। সামগ্রিক বাজারের একমাত্র উজ্জ্বল দিক যে এলাকাটা সেটিকে এ্যাপল আইপ্যাড প্রো দিয়ে টার্গেট করেছে। সূত্র : ওয়াশিংটন পোস্ট
×