ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৭:৩১, ৯ এপ্রিল ২০১৬

কবিতা

কালবোশেখী ঝড় মোরশেদ কমল খেলার আসর এলোমেলো হায়রে, এ কোন দত্যি এলো! দত্যি ছিল যমকলো। ভয় করেনি খোকন ওকে একলা সে আর কেমনে রোখে! ইচ্ছে মতো মনের ক্ষোভে ধমকালো। দত্যিটাও কমটা কি সে হাওয়ার সাথে আছে মিশে গুঁড়িয়ে দেবে ঘর, দত্যি তুমি সত্যি বুঝি কালবোশেখী ঝড়। বৈশাখে আবদুল হামিদ মাহবুব আজকাল বৈশাখে শহরে মেলা জমে পরিবেশ হয়ে উঠে খুব তো গমগমে! সেজেগোজে মঞ্চে গান গায় ছেলে মেয়ে বাঙালি কেউ সাজে পান্তা ইলিশ খেয়ে! বৈশাখী মেলা দেখি শহরে ঘুরে ঘুরে নাচ-গান কতো দেখি, মন তবু রয় দূরে! বৈশাখে বট তলে গাঁয়ে মেলা জমে না গাঁয়ে থাকে অভাবিরা; অভাব যে কমে না। শহরে সবই আছে, আনন্দ উল্লাস গায়ে আছে কাদাজল; আছে চাষবাস। আছে মাটি আছে মা, ফসলের ঘ্রাণ গাঁয়ে আছে দরদীর; মমতা অফুরান। উৎসব এবং মেলা জুলফিকার আলী বৈশাখ এলে হয় যে মেলা উৎসব হয় গাঁয়ে। বৈশাখীতে সবাই সাজে নতুন রঙিন সাজে। মেলায় আসে নাগরদোলা খেলনা, মাটির কলস, হয় গান রমনা বটমূলে ইলিশ পান্তা খেয়ে। রূপোশ সাইয়েদ জামিল এখন রূপোশ অনেক ছোটো মিষ্টি মধুর হাসে, এখন রূপোশ ভীষণ রকম মাকে ভালোবাসে। এখন রূপোশ যখন তখন ভ্যা ভ্যা করে কাঁদে, এখন রূপোশ বায়না ধরে যাবেই উড়ে চাঁদে। একদিন এই রূপোশ সোনা সত্যি বড় হবে, চাঁদ সুরুজ আর গ্রহ তারা হাতের মুঠোয় লবে। কিন্তু রূপোশ মায়ের কাছে চিরদিনের খোকা, যতোই ছড়াক জ্ঞানের আলো মা জানে সে বোকা। অটিজমদের অধিকার ফারুক আহাম্মদ থাকবে সবাই অটিজমের পাশে। নিজের কাজ নিজে করবেÑ কেউ যেন তার বাদ নাহি সাধে মেজাজ দিয়ে প্রতিবাদী মনোভাবÑ দেখানোর স্বভাব নেই তাদের অভাব স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান সরকারের পাশাপাশি বিত্তবানদেরÑ আন্তরিকতা থাকলে অফুরান।
×