ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪০, ৯ এপ্রিল ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

১. একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালরি চাহিদার শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থেকে আসা উচিত? ক) ৫%-১০% খ) ১০%-১৫% গ) ৮%-১২% ঘ) ১২%-১৫% ২. উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. এটির ক্ষমতা ধনাত্মক রর. লেন্সের মধ্যভাগ সরু ও মোটা ররর. সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. একজন পূর্ণবয়স্ক মহিলার সুষম খাদ্য তালিকায় দৈনিক পাতবহুল সবজির প্রয়োজন- ক) ৩৫০ গ্রাম খ) ১৪৬ গ্রাম গ) ৫৫ গ্রাম ঘ) ৫৮ গ্রাম ৪. কোন মাটিতে ফসল চাষের জন্য জৈব সার প্রয়োগে অত্যাবশ্যকীয়? ক) বালিমাটি খ) পলিমাটি গ) দোআঁশমাটি ঘ) কাদামাটি ৫. প্লাস্টিক তাপ ও বিদ্যুৎ- ক) কুপরিবাহী খ) পরিবাহী গ) কুপরিবাহী ও পরিবাহী ঘ) সবগুলো ৬. ঢ়ঐ মান খুব কমে গেলে কোনটি বাঁচাতে পারে না? ক) পোনা মাছ খ) রুই মাছ গ) কাতলা মাছ ঘ) ইলিশ মাছ ৭. দীর্ঘ দৃষ্টিতে প্রতিসরিত রশ্মিগুলোকে কোনদিকে বর্ধিত করতে হবে? ক) সামনে খ) বক্রতার কেন্দ্রে মিলিত হয় গ) পেছনে ঘ) ফোকাস দূরত্বে ৮. নয়ন দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। তার পরিবার মাদাকের উপর তার আসক্তি কমাতে পারে- র. তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়ে রর. ওষুধ সেবন করিয়ে ররর. বিশেষ কোন কাজে নিয়োজিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৯. পানিতে ফসফেটের মাত্রা বেড়ে গেলে- র. উক্ত পানিতে প্রচুর শেওলা জন্মে রর. জলজ প্রাণীর সংখ্যা বেড়ে যায় ররর. দ্রবীভূত অক্সিজেন কমে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. আর্কিওপুটেরিক্স নামক প্রাণীর বৈশিষ্ট্য কোনটি? ক) মানুষের মতো পা খ) পালকবিহীন ডানা গ) ছোট লেজ ঘ) চঞ্চু ১১. সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভাল ফসল হওয়ার কারণ হলো এ মাটিতে ক) জৈব পদার্থ থাকে খ) খনিজ উপাদান থাকে গ) শিলাচূর্ণ বিদ্যমান ঘ) অণুজীব থাকে ১২. রক্তদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক হলো- র. এ গ্রুপের রক্তধারী ব্যক্তি এ ও এবি গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে রর. বি গ্রুপের রক্তধারী ব্যক্তি এ গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে ররর. ও গ্রুপের রক্তধারী ব্যক্তি এ, বি, এবি ও এবং ও গ্রুপের রক্তধারীকে রক্ত দিতে পারবে। নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. কোন অ্যান্টিবডি নাই- গ্রুপের রক্তে? ক) এ খ) বি গ) ও ঘ) এবি ১৪. অ্যামিবার মতো আকার পরিবর্তনের সক্ষম কোনটি? ক) রক্তরস খ) শ্বেতরক্তকণিকা গ) লোহিত রক্ত কণিকা ঘ) অণুচক্রিকা ১৫. অনেকগুলো কটন লিন্ট একত্রে বেঁধে করা হয়? ক) সুতা খ) দড়ি গ) কাপড় ঘ) বেল ১৬. বয়ঃসন্ধিকালে মেয়েরা আকর্ষণবোধ করে কার প্রতি? ক) মেয়েদের প্রতি খ) নপুংসক গ) শিশুদের প্রতি ঘ) ছেলেদের প্রতি ১৭. ঝুঁকিপূর্ণ কাজে প্রবৃত্ত হওয়া কী ধরনের পরিবর্তন? ক) শারীরিক খ) মানসিক গ) আচরণগত ঘ) অভ্যাসগত ১৮. কত সালে গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়? ক) ১৯৭৪ খ) ১৯৭৫ গ) ১৯৭৬ ঘ) ১৯৭৭ ১৯. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক চাহিদা তার দৈহিক ওজনের প্রতি কিলোগ্রামের জন্য- ক) ২ গ্রাম খ) ১ গ্রাম গ) ৩ গ্রাম ঘ) ৫ গ্রাম ২০. ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোনটি? ক) পশম খ) রেশম গ) প্লাস্টিক ঘ) সিল্ক ২১. ভিটামিন ‘ই’ অনুপস্থিত- ক) শুকনো ফলে ও বীজে খ) ফুলকপিতে গ) আমলকিতে ঘ) মুলাশাকে ২২. কোমল পানীয় পান করলে কী ঘটে? ক) এসিডিটি বৃদ্ধি পায় খ) এসিডিটি হ্রাস পায় গ) বদহজম হয় ঘ) তন্দ্রার ভাব হয় ২৩. শর্করার ক্ষেত্রে সঠিক উক্তি- র. শর্করা কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত রর. শর্করা বর্ণহীন, গন্ধহীন ও মিষ্টি স্বাদযুক্ত ররর. শর্করায় ১৬% নাইট্রোজেন থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৪. কোনটি নন-সেলুলোজ কৃত্রিম তন্তু? ক) পশম খ) নাইলন গ) রেয়ন ঘ) রেশম ২৫. গঠন ও তাপীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে প্লাস্টিক কত প্রকার? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ২৬. সমীক্ষায় দেখা গেছে এসিড সন্ত্রাসের শিকার হন- ক) স্কুলছাত্রী খ) কলেজছাত্রী গ) গৃহবধূ ঘ) সবকটি ২৭. ১ কিউবিক মিটার পানির ভর কত? ক) ১০ কেজি খ) ১০০ কেজি গ) ১০০০ কেজি ঘ) ১০০০০ কেজি ২৮. চেখের অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার ফলে কোন ত্রুটির সৃষ্টি হয়? ক) বার্ধক্য দৃষ্টি খ) বিষম দৃষ্টি গ) হ্রস্ব দৃষ্টি ঘ) দীর্ঘ দৃষ্টি ২৯. নিচের কোন ক্ষেত্রে সূর্যের আলো পৌঁছায় না? ক) ঘোলা পানি খ) মিঠা পানি গ) পরিষ্কার পানি ঘ) লবণাক্ত পানি ৩০. হৃদস্পন্দনে ‘লাব’ শব্দের সৃষ্টি হয় কোন অবস্থায়? ক) অ্যাট্রিয়ামের ডায়াস্টোল খ) ভেন্ট্রিকলের সিস্টোল গ) অ্যান্ট্রিয়ামের সিস্টোল ঘ) ভেন্ট্রিকলের ডায়াস্টোল ৩১. ঘনমাত্রার একক কোনটি? ক) মোল সংখ্যা খ) মোল সংখ্যা/লিটার দ্রবণ গ) মোল সংখ্যা-লিটার দ্রবণ ঘ) লিটার দ্রবণ ৩২. ব্যবহার উপযোগী পানির উৎস হলো- র. হ্রদ রর. হিমবাহ ররর.খাল-বিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৩. আমরা যে এন্টাসিড খাই তাতে থাকে? ক) পটাসিয়াম হাইড্রোক্সাইড খ) সোডিয়াম হাইড্রোক্সাইড গ) ম্যাগনেসিয়াম অক্সাাইড ঘ) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ৩৪. পূর্ণবয়স্ক নারীর দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা- ক) ৪-৫ লাখ খ) ৪.৫-৫.৫ লাখ গ) ৬০-৭০ লাখ ঘ) ৮০-৯০ লাখ ৩৫. লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাওয়াকে কী বলে? ক) অ্যানিমিয়া খ) লিউকোমিয়া গ) পলিসাইথিমিয়া ঘ) লিউকোসাইটোসিস ৩৬. টুথপেস্টে ক্ষারীয় করা হয় কেন? ক) ক্ষার ত্বকের জন্য উপকারী বলে খ) মুখে ক্ষারীয় অবস্থা তৈরি হয় বলে গ) মুখে অম্লীয় অবস্থা তৈরি হয় বলে ঘ) ক্ষার সুস্বাদু বলে ৩৭. কৃত্রিম পলিমার- র. মেলামাইন রর. রেজিন ররর. বাকেলাইট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৮. রাফেজ ভুক্ত খাবার- র. মলাশয়ের ক্যান্সার হ্রাস করে রর. গ্রহণে পিত্তথলির রোগ হ্রাস পায় ররর. আাপেনডিসাইটিস হ্রাস করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. পাহাড়ী রাস্তার ড্রাইভিং করা বিপজ্জনক কারণ- র. রাস্তা আঁকা বাঁকা হয় রর. রাস্তা কোণে ৯০০ বাঁকা থাকে ররর. রাস্তার প্রচুর গাড়ি থাকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. আলোর প্রতিসরণের ক্ষেত্রে- র. আলো বিভেদতলে লম্বভাবে আপতিত হয় রর. বিভেদ তলে আলোর গতির পরিবর্তন হয় ররর. বিভেদ তলে আলো তীর্যকভাবে আপতিত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪১. মাটির প্রতিটি সমান্তরাল স্তরকে কি বলে? ক) দিগবলয় খ) সাবসয়েল গ) সারফেস সায়েল ঘ) উপসয়েল ৪২. ফসফরিক এসিড- র. একটি দুর্বল এসিড রর. সার তৈরিতে ব্যবহৃত হয় ররর. অ্যামোনিয়াম ফসফেট প্রস্তুতিতে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. ঢাকা শহর থেকে প্রতিদিন কী পরিমাণ বর্জ্য নদীতে গিড়ে পড়ে? ক) ৫০০ মেট্রিক টন খ) ৫০০০ মেট্রিক টন গ) ২৫০ মেট্রিক টন ঘ) ৫০ মেট্রিক টন ৪৪. প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে প্রোটিনের পরিমাণ কত? ক) ২৮.৮ গ্রাম খ) ২১.৮ গ্রাম গ) ২৫.৯ গ্রাম ঘ) ১৯.১ গ্রাম ৪৫. কোনটি দ্বারা পানি দূষিত হয়? ক) সোডিয়াম খ) ক্যালসিয়াম গ) আর্সেনিক ঘ) খাবার লবণ ৪৬. রাফেজ কী দ্বারা নির্মিত? ক) গ্লুকোজ খ) ল্যাকটোজ গ) সেলুলোজ ঘ) ফ্রুকটোজ ৪৭. অ্যান্টি জয ফ্যাক্টরের ফলে কোন রোগ সৃষ্টি হতে পারে? ক) নিউমোনিয়া খ) হুপিং কাশি গ) জন্ডিস ঘ) ক্যান্সার ৪৮. লিমিউলাস জীবাশ্মের সমগোত্রীয় জীব হলো- র. ডিপ্লয়েড অবস্থায় থাকে রর. পুরুষের ক্ষেত্রে ঢণ ররর. স্ত্রীলোকের ক্ষেত্রে ঢঢ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : * রাজীব, রাকীব এবং রোকেয়া পরস্পর ভাইবোন। পিতার মত্যুর পর রাজীব ও রাকীব বাবার সমস্ত সম্পদ দু’ভাগ করে নিয়েছে। কিন্তু বোন রোকেয়াকে কোন সম্পদ দেয়নি। ৪৯. একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালরি চাহিদার শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থেকে আসা উচিত? ক) তাকওয়া খ) ছবর গ) সিদক ঘ) শোকর ৫০. উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. এটির ক্ষমতা ধনাত্মক রর. লেন্সের মধ্যভাগ সরু ও মোটা ররর. সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর সঠিক উত্তর: ১. (খ) ২. (খ) ৩. (খ) ৪. (ঘ) ৫. (ক) ৬. (ক) ৭. (গ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (ঘ) ১১. (ক) ১২. (খ) ১৩. (ঘ) ১৪. (খ) ১৫. (ঘ) ১৬. (ঘ) ১৭. (গ) ১৮. (ঘ) ১৯. (খ) ২০. (গ) ২১. (ক) ২২. (খ) ২৩. (ক) ২৪. (খ) ২৫. (ক) ২৬. (ঘ) ২৭. (গ) ২৮. (গ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (ক) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (গ) ৪৬. (গ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (খ)
×