ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৪০, ৯ এপ্রিল ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৫. পরিকল্পনা স্তরে প্রতিষ্ঠানের- র. নীতিমালা প্রণীত হয় রর. পরিকল্পনা প্রণীত হয় ররর. পরিকল্পনা বাস্তবায়িত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৬. নিয়ন্ত্রণ ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার কততম ধাপ? ক) প্রথম খ) দ্বিতীয় গ) চতুর্থ ঘ) শেষ ৩৭. কোনটি নির্দেশনার গণতান্ত্রিক পদ্ধতি? ক) পরামর্শমূলক খ) আদর্শ রীতি গ) এক্স থিওরি ঘ) আস্থাভাজন ৩৮. একজন চাকরিপ্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে কিন্তু চূড়ান্তভাবে নির্বাচিত হতে অপারগ হন। এর সম্ভাব্য কারণ কোনটি? ক) তার অভিজ্ঞতা কম খ) সে দ-প্রাপ্ত আসামি গ) তার বুদ্বিমত্তা কম ঘ) সাফল্য পরীক্ষায় অনুত্তীর্ণ ৩৯. ব্যবস্থাপনা বিশারদ ডিসেঞ্জা ও রবিন্সের মতানুসারে প্রেষণা প্রক্রিয়ার পদক্ষেপসমূহ- র. অতৃপ্ত চাহিদা রর. তাড়না ররর. উদ্বেগ হ্রাস নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. নিচের কোনটি কর্মীর কর্মসংস্থান- এর সাথে সরাসরি সম্পর্ক বহির্ভূত? ক) প্রেষণা খ) সম্পর্ক গ) সামর্থ্য ঘ) জ্ঞান ৪১. ‘মানবসম্পদ ব্যবস্থাপনা’ নামে অভিহিত করা হয়- ক) কর্মী সংগ্রকে খ) কর্মী নির্বাচনকে গ) কর্মীর প্রশিক্ষণকে ঘ) কর্মীসংস্থানকে ৪২. প্রশিক্ষণের মাধ্যমে বাড়ে- র. দক্ষতা রর. যোগ্যতা ররর. শিক্ষা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৩. ঘরে বসে বিশ্বের সাথে উভয়মুখী যোগাযোগের উপায় হলো- র. রেডিও রর. গাড়ি ররর. ইন্টারনেট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. কর্মীদের পদ পরিবর্তন পদ্ধতিতে পারদর্শী করে তোলা হয়- র. একপদ হতে অন্যপদে স্থানান্তর করে রর. এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর করে ররর. একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. সমন্বয় প্রতিষ্ঠানের একটি- ক) ধারাবাহিক প্রক্রিয়া খ) কালান্তিক প্রক্রিয়া গ) সামাজিক প্রক্রিয়া ঘ) কোনটিই নয় ৪৬. লিখিত যোগাযোগের মাধ্যম কোনটি? র. বুলেটিন রর. রুদ্ধদ্বার বৈঠক ররর. স্মারকপত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৭. কর্মী নির্বাচন পদ্ধতির শেষ পদক্ষেপ কী? ক) আবেদনপত্র বাছাই খ) লিখিত পরীক্ষা গ) স্বাস্থ্য পরীক্ষা ঘ) পদায়ন ৪৮. কারখানা বিল্ডিং তৈরিতে পরিকল্পনাকে কী বলে? ক) স্ট্রাটিজিক পরিকল্পনা খ) মধ্যম মেয়াদি পরিকল্পনা গ) একার্থক পরিকল্পনা ঘ) স্থায়ী পরিকল্পনা উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও মিনা গ্রুপের উৎপাদন ব্যবস্থাপক একটি নতুন মেশিন ক্রযের সময় উৎপাদন বিভাগের কর্মীদের পরামর্শ গ্রহণ করেন এবং তাদের পরামর্শকে যথাসম্ভব গুরুত্ব দেয়ার চেষ্টা করেন। ৪৯. সাকিব আহমেদ তার প্রতিষ্ঠানের নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য মাপকাঠি নির্ধারণ, সমাধানের বিকল্পসমূহ উদ্বাবনসমূহ ও জনশক্তিকে কাজে লাগিয়ে পরিকল্পনা প্রণয়ন করেন। এটি কীসের অন্তর্ভুক্ত? ক) পরিকল্পনা খ) সংগঠন গ) নেতৃত্ব ঘ) প্রেষণা ৫০. ঝগঝ এর পূণরূপ কোনটি? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ৩৫. (ক) ৩৬. (ঘ) ৩৭. (ক) ৩৮. (খ) ৩৯. (ঘ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ঘ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ক) ৪৬. (গ) ৪৭. (ঘ) ৪৮. (গ) ৪৯. (খ) ৫০. (ক)
×