ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত ॥ ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৭, ৯ এপ্রিল ২০১৬

দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত ॥ ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা  রেকর্ড

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার দেশের প্রায় সব ক’টি জেলায় তাপমাত্রা বেড়েছে। এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রী সেলসিয়াস। চলতি বছর এটি ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৯ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করেছে। তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে আজ শনিবারই শুরু হতে পারে তাপপ্রবাহ। শুক্রবার রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে অনুভূত হয় তীব্র গরম। তবে আগামী পাঁচদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শনিবার সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি ও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্তমানে ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়তে পারে। সূত্রটি জানায়, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.২ ও সর্বনিম্ন সিলেটে ২১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রী সেলসিয়াস।
×