ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিরপুরে যুবক গুলিবিদ্ধ

বরিশালের টেন্ডারবাজ ঢাকায় অস্ত্র ও সহযোগীসহ আটক

প্রকাশিত: ০৫:৪৪, ৯ এপ্রিল ২০১৬

বরিশালের টেন্ডারবাজ ঢাকায় অস্ত্র ও সহযোগীসহ আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক আহত হয়েছেন। যাত্রাবাড়ীতে টেন্ডার ডাকাতি, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে দুই অপরাধীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হানিফ ফ্লাইওভারের ওপরে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন অজ্ঞাত (৩২) এক যুবক। এ সময় পেছন থেকে একটি বাসের ধাক্কায় ওই মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে নেভি ব্লু প্যান্ট এবং হলুদ গেঞ্জি ছিল। পরে লাশ হাসপাতাল মর্গে রাখা হয়। যুবক গুলিবিদ্ধ ॥ রাজধানীর মিরপুরে আবু বকর (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে মিরপুর-১০ নম্বরের গোল চত্বরের রাস্তা দিয়ে যাবার পথে স্টেডিয়ামের সামনে গুলিবিদ্ধ হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ আবু বকর জানান, শুক্রবার দুপুর পৌনে দুটার দিকে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে হেঁটে ১০ নম্বরের দিকে যাচ্ছিলেন তিনি। সেখান থেকে বাসে মহাখালীর বউবাজারে বোনের বাসায় যাওয়ার পথে সুইমিং স্টেডিয়ামের কাছে পৌঁছে দেখেন এক যুবক আরেক যুবককে ধাওয়া করে এলোপাতাড়ি গুলি করছেন। ওই যুবকের ছোড়া একটি গুলি তার ডান কাঁধে বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। তার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কৃষ্ণপুর গ্রামে। বাবার নাম ফরিদ উদ্দিন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধ আবু বকরকে চিকিৎসা দেয়া হচ্ছে। যাত্রাবাড়ীতে দুই অপরাধী গ্রেফতার ॥ যাত্রাবাড়ী এলাকা থেকে টেন্ডার ডাকাতি, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নাহিদ সেরনিয়াবাত (৩০) ও তার সহযোগী যুবায়েরকে (২৯) আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে গোলাপবাগ মোড় থেকে তাদের আটক করে র‌্যাব-১০। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, শুক্রবার ভোরের দিকে গোপন সংবাদ ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল গোলাপবাগ বিশ্বরোডস্থ ২৩/এ/২ নম্বর রাজ ফার্নিচারের সামনে রাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করে। তল্লাশির সময় একটি সিএনজি থেকে যাত্রীবেশী বরিশালের কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাহিদ সেরনিয়াবাত (৩০) ও তার সহযোগী মোঃ জুবায়ের আলম (২৯) ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড এ্যামুনেশনসহ গ্রেফতার করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা বরিশাল এলাকায় টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। গত ২৪ মার্চ নাহিদ সেরনিয়াবাত তার ক্যাডার বাহিনীসহ বরিশাল এলজিইডি কার্যালয়ে বিভিন্ন প্রকল্পের ব্যাংক গ্যারান্টির ১ কোটি ৬৮ লাখ টাকা মেহেন্দিগঞ্জের ভিপি সেলিম ও তার সহযোগীকে শটগানের বাঁট দিয়ে মাথা থেতলে ছিনতাই করে। এছাড়াও জমি দখল, টাকা আত্মসাত ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে নথুল্লাবাদ মাইক্রোবাস স্ট্যান্ডসহ অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে নিয়মিত চাঁদা আদায় করত। পরে তাদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
×