ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্যের লড়াই, গুলিতে যুবক নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ৯ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে দুই সন্ত্রাসী গ্রুপের আধিপত্যের লড়াই, গুলিতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে আধিপত্য বিস্তারের জের ধরে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে মোঃ ইদ্রিস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর সদরঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস ওই এলাকার আব্দুল জব্বারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ইদ্রিস সাহেবপাড়া এলাকা হয়ে বাসায় যাচ্ছিল। পথে জাহাঙ্গীর ও তার ভাই আলমসসহ কয়েকজন তাকে ধাওয়া দেয়। এ সময় তারা ইদ্রিসকে গুলি এবং কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে স্থানীয় লোকজন ইদ্রিসকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানোর সময় পথিমধ্যে কুমিল্লায় তার মৃত্যু হয়। সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ইদ্রিসের সঙ্গে স্থানীয় জাহাঙ্গীরের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর কয়েকজন লোক নিয়ে ইদ্রিসের ওপর হামলা চালায়। এ সময় তারা ইদ্রিসকে গুলি ও কুপিয়ে জখম করে। উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা পাঠানোর পথে কুমিল্লায় ইদ্রিসের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় নিহত ইদ্রিসের পরিবার মামলা দায়ের করেছে। জাহাঙ্গীরকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে ২০১৩ সালে জাহাঙ্গীরের লোকজন ইদ্রিসের চাচাত ভাই গনিকে হত্যা করে বলে তিনি জানান।
×