ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তনু হত্যার প্রতিবাদে ৫ মে গণজাগরণ মঞ্চের ‘পার্লামেন্ট মার্চ’

প্রকাশিত: ০৫:৪৩, ৯ এপ্রিল ২০১৬

তনু হত্যার প্রতিবাদে ৫ মে গণজাগরণ  মঞ্চের ‘পার্লামেন্ট মার্চ’

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যাসহ সকল হত্যা, ধর্ষণ, লুটপাটের ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টার প্রতিবাদে শাহবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদী সংহতি সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। সংহতি সমাবেশে অংশ নেন শিক্ষার্থী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, রিজার্ভ লুট, তনু হত্যাকা-, সেই হত্যাকা-ের প্রতিবাদকারী নাজিমুদ্দিন হত্যা কোন ঘটনারই বিচারের খবর নেই। কুমিল্লায় প্রতিবাদকারী সোহাগকে অপহরণের ১১ দিন পেরিয়ে গেছে, তারও কোন সন্ধান নেই। একের পর এক ঘটনা ধামাচাপার যে সংস্কৃতি শুরু হয়েছে তা বিচারহীনতার অপসংস্কৃতিকে স্থায়ী রূপ দিচ্ছে। তিনি বলেন, জনগণ বুঝে গেছে একটি ঘটনা ঘটলে তাকে আড়াল করার জন্য কিছুদিনের মধ্যেই আরেকটি ঘটনা ঘটানো হবে। ইমরান বলেন, যখন একের পর এক হত্যাকা- চলছে তখন সেসবের বিচার না করে মানুষকে অনিরাপদ করে রেখে সাফল্যের পরিসংখ্যান দেখানোর মানে জনগণের সঙ্গে প্রতারণা। প্রতিবাদকারীদেরই বারবার জীবন দিতে হচ্ছে বলে জানান ইমরান এইচ সরকার। তিনি বলেন, এখন অপরাধীদের বিচার হয় না। যারা অপরাধের প্রতিবাদ করেন তাদের লাশ হতে হয়। আজকে শুধু লেখক-প্রকাশক বা ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত নয়, দেশের প্রত্যেক মানুষই অনিরাপদ। বিচারপ্রার্থীদের হেনস্তার কথা উল্লেখ করে তিনি বলেন, তনুর বাবা-মাকে তদন্তের নামে যেভাবে হেনস্তা করা হলো তাতে এই বার্তা দেয়া হলো যেন মানুষ অন্যায়ের বিচার না চায়। ইমরান এইচ সরকার বলেন, মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্ষক, লুটেরাদের পক্ষ নেয়া নয়। আমাদেন পূর্বসূরিরা, মুক্তিযোদ্ধারা এদেশের আড়াই লাখ নারীকে ধর্ষণের প্রতিবাদে, অবিচার, শোষণের প্রতিবাদে যুদ্ধ করেছেন। তরুণদের সামনে দৃষ্টান্ত হচ্ছেন তারা। আজকে তরুণ প্রজন্মকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদের অনুসরণ করবে। পরবর্তী কর্মসূচীর ঘোষণা দিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, তনু হত্যাকা-ের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এর অংশ হিসেবে আগামী ৫ মে, ‘ঔঁংঃরপব ঋড়ৎ ঞড়হঁ’ এই দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বর থেকে জাতীয় সংসদ বরাবর পার্লামেন্ট মার্চ কর্মসূচী ঘোষণা করছি। সারাদেশ থেকে তনু হত্যার বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-সহ চার দফা দাবিতে লক্ষ-কোটি গণস্বাক্ষর নিয়ে ৫ মে সকাল ১১টায় এই মার্চ শুরু হবে।
×