ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জি-৭ আউটরিচ মিটিংয়ে শেখ হাসিনা আমন্ত্রিত

প্রকাশিত: ০৫:৩৩, ৯ এপ্রিল ২০১৬

জি-৭ আউটরিচ  মিটিংয়ে  শেখ হাসিনা আমন্ত্রিত

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জি-৭ দেশসমূহের আউটরিচ মিটিংয়ে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী মাসে জাপানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আউটরিচ মিটিংয়ে যোগ দেয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। খবর বাসস’র। প্রেস সচিব জানান, বাংলাদেশ, লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও শাদ জি-৭ আউটরিচ মিটিংয়ে যোগ দেবে। জাপানের জিজি প্রেস সূত্রে জানা গেছে, জি-৭ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এই আউটরিচ মিটিংয়ে বাংলাদেশসহ ৭টি উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন। এই ৭টি দেশের নেতৃবৃন্দ জি-৭ ভুক্ত দেশগুলোর রাষ্ট্রনেতা ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা করবেন। ২৬ ও ২৭ মে জি-৭ দেশগুলোর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী অর্থনীতির শ্লথ গতি, সন্ত্রাসবাদ, মানবিক সঙ্কট ও চলমান সংঘাত নিয়ে আলোচনা করবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংক, এডিবি ও আইএমএফের প্রেসিডেন্টগণ বৈঠকে যোগ দেবেন।
×