ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘আমরা খারাপ খেলিনি’

প্রকাশিত: ০৪:৪৬, ৯ এপ্রিল ২০১৬

‘আমরা খারাপ খেলিনি’

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসানের অংশগ্রহণের জন্যই বাংলাদেশীদের কাছে আইপিএলের এত আকর্ষণীয়। গত কয়েক মৌসুমে সেটি দেখা গেছে। এবার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি তাতে বাড়তি মাত্রা যোগ করেছে। তবে সাকিব সাকিবই। ভারতে পাড়ি জমানোর পর কাল কলকতায় নিজ দল কলকাতা নাইটরাইডার্সের (কেকেআর) সংবাদ সম্মেলনে টি২০ বিশ্বকাপে বাংলাদেশের প্রাপ্তি-হতাশা, শেষ মুহূর্তে স্পিন তারকা সুনিল নারাইনের নিষেধাজ্ঞা উঠে যাওয়া, খেলোয়াড় থেকে জ্যাক ক্যালিসের কেকেআর কোচ হয়ে ফিরে আসা, আসরে নিজের ও দলের প্রত্যাশাÑ এসব নিয়েই কথা বলেন টাইগার অলরাউন্ডার। অনেক আশা নিয়ে এসেও (ভারতে) এবার টি২০ বিশ্বকাপে সুপার টেনে বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারেনিÑ এম প্রশ্নে সাকিব বলেন, ‘হ্যাঁ এটা কিছুটা হতাশার যে একটা ম্যাচও জিততে পারিনি। আমাদের কাছে দেশবাসীর অনেক চাওয়া ছিল। সেটা পূরণ করতে পারিনি। ভাগ্যও সঙ্গে ছিল না। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ক্লোজ ম্যাচে হেরেছি। ছোট ছোট কিছু ভুল করেছি। ওই দুটি ম্যাচে জয় পেলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। সুপার টেনে জয় পাইনি, তবে প্রথম পর্বসহ সব মিলিয়ে বাংলাদেশের পারফর্মেন্স খারাপ ছিল না। কারণ আমরা টি২০তে ক্রমশ উন্নতি করছি।’ এশিয়া কাপের দু’দিন পর টি২০ বিশ্বকাপ, বিশ্বকাপের সপ্তাহ ঘুরতেই আইপিএলের মতো বড় টুর্নামেন্ট, খেলোয়াড়দের জন্য এটা কি বাড়তি চাপ হয়ে যাচ্ছে? সাকিবের উত্তর, ‘আমার মনে হয় না। এটা পেশাদার যুগ। তাছাড়া মাঝে বিশ্রামের জন্য কয়েকদিন সময় পেয়েছি।’ কালই নিষেধাজ্ঞা উঠেছে সুনিল নারাইনের। এবার খেলতে পারবেন কলকাতাকে ২০১২ আসরের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ক্যারিবীয় স্পিনার। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা দলের জন্য দারুণ খবর। কারণ ও আমাদের প্রধান বোলার। এ্যাকশনে পরিবর্তন এনেছে কি না, ঠিক জানি না। তবে আমার বিশ্বাস স্পিনে নারাইন প্রধান অস্ত্র হিসেবে কাজ করবে।’ খেলোয়ড় থেকে এবার কেকেআরের কোচ জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অলরাউন্ডার সম্পর্কে বাংলাদেশী আইকন বলেন, ‘ক্যালিস অনেক বড় মাপের ক্রিকেটার। অনেক অভিজ্ঞ। এক সময় আমাদের সঙ্গে মাঠে থাকায় কোচ হিসেবে দলের ভেতরটাও সে ভাল বুঝতে পারবে। আমার মনে হয় এটা ভাল হয়েছে। আমাদের সবাইকে মিলে তাকে সাহায্য করতে হবে। কেকেআরে এবার কিছু পরিবর্তন এসেছে। তবে দলটা দারুণ। আমরা সর্বোচ্চ সাফল্য পেতে লড়ব।’ আইপিএলে ব্যক্তিগত চাওয়া নিয়ে সাকিব বলেন, ‘শেষ যে কয় বছর কেকেআরের সঙ্গে আছি, যতটুকু অবদান রাখতে পেরেছি, তাতে খুশি আমি। আশা থাকবে এবার যেন আগের চেয়ে আরও ভাল করতে পারি। ব্যক্তিগত চাওয়া নয়, দলের জয়ে সাহায্য করাই আমার প্রথম লক্ষ্য। ওদিকে এ মাসের শেষে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে। দুই টাইগার তারকাকে তাই আইপিএলের মধ্য পথে দেশে ফিরতে হতে পারে। রবিবার কলকাতায় দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে প্রথম ম্যাচ সাকিবদের। মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ। ২৯ মে শেষ হবে আইপিএল।
×