ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চার্লস্টন টুর্নামেন্ট থেকে ভেনাস উইলিয়ামসের বিদায়

কোয়ার্টার ফাইনালে কারবার

প্রকাশিত: ০৪:৪৫, ৯ এপ্রিল ২০১৬

কোয়ার্টার ফাইনালে কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ চার্লস্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন এ্যাঞ্জেলিক কারবার, সারা ইরানি, এলিনা ভেসনিনা এবং সেøায়ানে স্টিফেন্স। তবে ছিটকে পড়েছেন ভেনাস উইলিয়ামস এবং সামান্থা স্টোসার। টেনিস কোর্টে বর্তমান সময়টা দারুণ কাটছে কারবারের। চলতি মৌসুমেই যে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আমেরিকান তারকা সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন চার্লস্টন টুর্নামেন্টেও। বৃহস্পতিবার টুর্নামেন্টের তৃতীয় পর্বের ম্যাচে জার্মান তারকা এ্যাঞ্জেলিক কারবার ৬-২ এবং ৬-৩ সেটে পরাজিত করেছেন সেøাভাকিয়ার অখ্যাত ক্রিস্টিনা কুকোভাকে। তবে এদিনের লড়াইটা ছিল প্রতিকূল পরিবেশে, ঠা-া আর বাতাসের মাঝে। যে কারণে ভিন্ন পরিস্থিতিতে ম্যাচটা জিতে একটু বেশিই উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারবার। এ বিষয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন তারকা বলেন, ‘কোর্টটা ছিল অনেক পিচ্ছিল। তাছড়া প্রচ- বাতাসও বইছিল। যে কারণে আগের চেয়ে ভিন্ন আবহাওয়ায় খেলতে হয়েছে। এখানে দুই দিন আগেও খেলেছি আমি কিন্তু এদিন প্রচ- বাতাস ও ঠা-ার প্রকোপ ছিল বেশ। তাই এমন ম্যাচ জিততে পেরে আমি খুবই আনন্দিত।’ দক্ষিণ ক্যারোলিনার এই টুর্নামেন্টে কারবারের পরের ম্যাচের প্রতিপক্ষ রোমানিয়ার ইরিনা-ক্যামেলিয়া বেগ। তৃতীয় পর্বের কঠিন লড়াইয়ে তিনি পুয়ের্তোরিকোর মনিকা পুইগকে পরাজিত করে শেষ আটের টিকেট নিশ্চিত করেন। এদিন তিনি ১-৬, ৬-২ এবং ৭-৬ (৭/৪) সেটে হারান মনিকা পুইগকে। রাশিয়ার এলিনা ভেসনিনা তৃতীয় রাউন্ডে পরাজিত করেছেন স্পেনের লোরেস ডমিনগুয়েজকে। দ্বিতীয় পর্বে এই ডমিনগুয়েজই কানাডার ইউজেনি বাউচার্ডকে পরাজিত করে আলোচনায় উঠে এসেছিলেন। কিন্তু জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তৃতীয় পর্বে রাশিয়ার এলিনা ভেসনিনা ৬-১ এবং ৬-৩ সেটে পরাজিত করেন এই ডমিনগুয়েজকে। সেমিফাইনালের টিকেট নিশ্চিত করার পথে ভেসনিনা এখন লড়াই করবেন জার্মানির লরা সিগেমুন্ডের বিপক্ষে। এছাড়া ইতালিয়ান টেনিস তারকা সারা ইরানিও জয়ের দেখা পেয়েছেন। এদিন তিনি অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। টুর্নামেন্টের দশম বাছাই ভেনাস উইলিয়ামসকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত ইরানি। পঞ্চম বাছাই এই ইতালিয়ান তারকার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ জুলিয়া পুতিনসেভা। যে পুতিনসেভাই ডব্লিউটিএ চার্লস্টন টুর্নামেন্টে তৃতীয় বাছাই ভেনাস উইলিয়ামসকে পরাজিত করে বড় চমক উপহার দেন। বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ৭-৬ (৭/৫), ২-৬ ও ৬-৪ সেটে হারান সাত গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের মালিক ভেনাস উইলিয়ামসকে। আমেরিকান তারকা ভেনাস উইলিয়ামসের বর্তমান ডব্লিউটিএ শিরোপার সংখ্যা ৪৯। আর মাত্র একটি শিরোপা নিজের শোকেসে তুলতে পারলেই অর্ধশতকের মাইলফলক স্পর্শ করবেন তিনি। যার স্বপ্ন এই চার্লস্টনেই দেখেছিলেন। কিন্তু তার সব স্বপ্নই তছনছ করে দিলেন পুতিনসেভা। তবে কাজাখস্তানের এই টেনিস তারকার বড় পরীক্ষাটা অবশ্য সারা ইরানির বিপক্ষেই। এছাড়া দিনের আরেক ম্যাচে আমেরিকার সেøায়ানে স্টিফেন্স অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভাকে হারিয়ে শেষ আটের টিকেট নিশ্চিত করেন।
×