ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতের সেরা নেইমার...

প্রকাশিত: ০৪:৪৪, ৯ এপ্রিল ২০১৬

ভবিষ্যতের সেরা নেইমার...

স্পোর্টস রিপোর্টার ॥ ভবিষ্যতে দুই সেরা তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে যাবেন নেইমার। এমনটি বলেছেন অনেকেই। এবার এ তালিকায় যুক্ত হয়েছেন ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার আলেসান্ড্রো ডেল পিয়েরো। শুক্রবার এক সাক্ষাতকারে তিনি বলেছেন, আগামীতে নিশ্চিতকরেই ব্যালন ডি’অর জিতবে নেইমার। ২৪ বছর বয়সী নেইমার ন্যুক্যাম্পে আসার পর থেকেই বার্সিলোনার হয়ে আলো ছড়াচ্ছেন। যার ধারাবাহিকতায় ২০১৫ সালে ফিফা ব্যালন ডি’অরের সেরা তিনে প্রথমবারের জায়গা পান ব্রাজিলিয়ান অধিনায়ক। মেসি, রোনাল্ডাকে টপকে এবার সেরা হতে না পারলেও ভবিষ্যতে সেটা হবে বলে মনে করেন ডেল পিয়েরো। তিনি বলেন, নেইমার এখনও তরুণ ফুটবলার। মেসি ও রোনাল্ডো দু’জনই তাদের সেরা ক্যারিয়ার পেছনে ফেলেছে। এখন সে (নেইমার) সঠিক পথে আছে। আগামীতে সেই ব্যালন ডি’অর জিততে যাচ্ছে। বার্সায় আসার পর থেকেই নেইমারের প্রশংসায় পঞ্চমুখ সবাই। কাতালানদের জার্সিতে ধারাবাহিক জাদুকরী নৈপুণ্যের কারণেই প্রশংসার এই স্রোত। ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনাল্ডোও একাধিকবার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, নেইমারই ভবিষ্যতের বিশ্বসেরা। বর্তমানে রোনাল্ডো ও মেসি দুই বিশ্বসেরা ফুটবলার। তবে ব্রাজিলিয়ান রোনাল্ডো মনে করেন, খুব কম সময়েই এ দু’জনকে ছাড়িয়ে সেরা হবেন নেইমার। এক সময় ফিফা বর্ষসেরা ফুটবলারে ব্রাজিলিয়ানদের আধিক্য ছিল দেখার মতো। ১৯৯৪-২০০৭ সাল পর্যন্ত ফিফা সেরা হয়েছেন রোমারিও, রিভাল্ডো, রোনাল্ডো, রোনাল্ডিনহো ও কাকার মতো বিশ্ব খ্যাত ফুটবলার। কিন্তু ২০০৮ সাল থেকে ফিফা সেরায় রাজত্ব করছেন আর্জেন্টিনার মেসি ও পর্তুগালের রোনাল্ডো। মেসি জিতেছেন টানা চার বছর (২০০৯-২০১২) ও ২০১৫ সালে। আর রোনাল্ডো জিতেছেন ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে। তবে চলতি বছর থেকে আবারও ব্রাজিলিয়ানদের দাপট শুরু হবে বলে বিশ্বাস করেন বড় রোনাল্ডো। বিশ্বকাপজয়ী তারকা বলেন, আমার বিশ্বাস ২০১৬ সালেই নেইমার বিশ্বসেরা হবে। আমার ধারণা এই ক্ষমতা তার আছে। সে ক্রমশই উন্নতি করছে, আর রোনাল্ডো ও মেসিকে টপকে যাওয়ার মতোই। আমি চাই না নেইমার তিনে থাকুক।
×