ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল ছাড়বেন রোনাল্ডো?

প্রকাশিত: ০৪:৪৩, ৯ এপ্রিল ২০১৬

রিয়াল ছাড়বেন রোনাল্ডো?

স্পোর্টস রিপোর্টার ॥ তাহলে কি পুরনো ঠিকানাতেই ফিরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? গুঞ্জনটা ক্রমশ আলোর মুখ দেখছে বলেই মনে হচ্ছে। সম্প্রতি এ বিষয়ে একাধিক খবর রটেছে। এবার ইংলিশ সংবাদমাধ্যম বিষয়টি আরেকবার সামনে এনেছে। তারা দাবি করছে, ২০১৮ সালে রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলেই ওল্ডট্রাফোর্ডে ফিরবেন সি আর সেভেন। রোনাল্ডোর বর্তমান বয়স ৩১ বছর। দুই বছর পর রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় তার বয়স হবে ৩৩ বছর। ব্রিটিশ মিডিয়া মনে করছে, ওই সময় রোনাল্ডোর প্রতি আগ্রহ থাকবে না রিয়ালের! এ কারণেই সাবেক ক্লাবে ফেরার সম্ভবানা জোরালো হচ্ছে ফিফার সেরা তারকার। ২০০৩-২০০৯ সাল পর্যন্ত মোট ছয় বছর ম্যানইউতে ছিলেন রোনাল্ডো। সেখানে ছয় বছরের ক্যারিয়ারে গোল করেন ১১৮। মূলত ওই সময়েই রোনাল্ডোর উত্থান। গুঞ্জন জানাচ্ছে, ২০১৮ সালে ওল্ডট্রাফোর্ডেই ফিরবেন রোনাল্ডো। শুধু ম্যানইউর আগ্রহ নয়, রোনাল্ডোরও মন আকুপাকু করছে আজকের তারকা হওয়ার পেছনে বড় অবদান রাখা ক্লাবটিতে ফিরতে। বিভিন্ন সময় তিনি এমন আভাস দিয়েছেন। এক সাক্ষাতকারে তিনবারের ফিফা সেরা তারকা বলেছিলেন ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালবাসি।’ ওল্ডট্রাফোর্ডে থেকেই ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছার কথা জানান বর্তমান ফিফা সেরা ফুটবলার। ৩১ বছর বয়সী রোনাল্ডোর ভবিষ্যত নিয়ে গত দুই বছর চলছে আলোচনা, জল্পনা-কল্পনা। তবে অনেকের মতে একদিন ফের ম্যানচেস্টার ফিরবেন পর্তুগীজ তারকা। ব্রিটিশ রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে ২০০৯ সালে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যোগ দেন সি আর সেভেন। অবশ্য রোনাল্ডো এমনও বলেছেন, আমি রিয়াল মাদ্রিদে বেশ সুবিধাজনক অবস্থায় আছি। তবে আমি ম্যানচেস্টার ইউনাইটেডকেও ভালবাসি। ভবিষ্যত নিয়ে কেউ কিছু বলতে পারে না। তবে এই মুহূর্তে রিয়ালে আমি সুখেই আছি।
×