ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহাঝামেলায় মেসি ...

প্রকাশিত: ০৪:৪৩, ৯ এপ্রিল ২০১৬

মহাঝামেলায়  মেসি ...

স্পোর্টস রিপোর্টার ॥ ঝামেলার যেন অন্ত নেই লিওনেল মেসির! একের পর এক ঝামেলায় রীতিমতো ত্যক্ত-বিরক্ত বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার। এর কুপ্রভাবই কি তাহলে পড়ছে বর্তমান বিশ্বসেরা তারকার মাঠের খেলায়? এমন প্রশ্ন এখন তার অগণিত ভক্ত-অনুরাগী, ফুটবল সংশ্লিষ্টদের। কর ফাঁকি মামলা নিয়ে এমনিতেই ঝামেলায় থাকা মেসি সম্প্রতি মিসরে যেয়ে অপমানিত হয়েছেন জুতা দানকে কেন্দ্র করে। এরপর পানামার মোসাক ফোনসেকার অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে! এবার নতুন করে সংবাদ, আগামী জুনে কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে প্রথম ম্যাচ নাও খেলা হতে পারে মেসির। কারণ কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হয়েছে। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। কিন্তু সেটি পরিবর্তন করে আগামী ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়। শতবর্ষী বিশেষ কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। এ কারণে প্রথম ম্যাচে অধিনায়ককে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের। ২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে পেনাল্টি শূটআউটে হার মানে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিরুদ্ধে প্রতিশোধের জয় তুলে নেয় মেসির দল। সেই চিলির বিরুদ্ধেই এবার কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে জেরার্ডো মার্টিনোর দল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি ও তার বাবা জর্জ মেসির বিরুদ্ধে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। যা থেকে এখনও মুক্তি মেলেনি রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের ফিফা সেরা তারকার। আশঙ্কা আছে, অভিযোগ প্রমাণিত হলে জেলও খাটতে হতে পারে মেসির!
×